Ameen Qudir

Published:
2018-06-26 16:46:50 BdST

কিভাবে ভূয়া ডাক্তার সনাক্ত করবেন?



ডা. মোঃ শাব্বির হোসেন খান
______________________________

দেশের বিভিন্ন স্থানে ভূয়া চিকিৎসকের সংখ্যা ইদানিং বেড়েই চলেছে। প্রায়ই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার হচ্ছে।
কোন চিকিৎসকের ব্যাপারে সন্দেহ হলে যে কেউ নীচের লিংক থেকে সেই চিকিৎসকের বিষয়ে খোজ নিতে পারবেন।
প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক চিকিৎসকের প্রেসক্রিপশনে তার বিএমডিসি রেজিষ্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। লিংকের পেইজে গিয়ে (ছবির লাল তীর চিহ্নিত বক্সে) এই রেজিষ্ট্রেশন নাম্বারটি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার কাংখিত চিকিৎসক ভূয়া না সঠিক, তার উত্তর। অবশ্য, আপনি মেডিকেল না ডেন্টাল চিকিৎসক খুজছেন, সেটা এই নাম্বারের নীচে ( Doctor's type) এর পাশে "চেক" করে দিতে হবে।

https://bmdc.org.bd/doctors-info/

_____________________________

 

ডা. মোঃ শাব্বির হোসেন খান
সিওমেক'২২
সভাপতি,
মৌলভীবাজার বিএম এ

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়