Ameen Qudir

Published:
2018-06-25 18:51:49 BdST

সাপ নিয়ে সুন্দরবন বিশেষজ্ঞের লেখাতেও ডাক্তারদের বিরুদ্ধে অাক্রমণ


 


ডা. রাজীব দে সরকার
________________________


অদ্ভূত 'সুন্দরবন বিশেষজ্ঞের' পিঠে চলেছে স্বদেশ!!
তিনি লিখেছিলেন , বাংলাদেশের বিষধর সাপ নিয়ে প্রথম আলোর মতামত পাতায়। কিন্তু সেখানেও ডাক্তারদের আক্রমন না করে পারেন নি।
'সুন্দরবন বিশেষজ্ঞের' মত হল, "অধিকাংশ চিকিৎসক সাপের বিষের চিকিৎসা জানেন না"। কেমন করে এই মন্তব্য তার। কিসের ভিত্তিতে।

অন্য যে কোন দেশে "অধিকাংশ চিকিৎসক সাপের বিষের চিকিৎসা জানেন না" এই লাইনটি কেউ প্রসব করা মাত্রই মামলা হতো। লেখকের বিরুদ্ধে, এমনকি পত্রিকার বিরুদ্ধে।

কিন্তু আমার বাংলাদেশে ডাক্তারদের বিরুদ্ধে যা খুশি বলতে পারেন, লিখতে পারেন।

কিচ্ছু হবেনা। কারন আজ পর্যন্ত কারো কিছু হয় নি।

বরং লাইক পাবেন, শেয়ার পাবেন, সেলিব্রিটি হবেন। কাটতি বাড়বে।

এক অধম মেরুদন্ডহীন সম্প্রদায়ের সদস্য হয়ে কাজ করা যে কী কষ্টের,
তা যদি জানতি রে খোকা.....।


_________________________

ডা রাজীব দে সরকার
রেজিস্ট্রার, সার্জারী বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
অনলাইন সদস্য, সিএসসি, স্বাস্থ্য অধিদপ্তর
ইমেইলঃ [email protected]

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়