Ameen Qudir
Published:2018-06-11 17:42:17 BdST
চুপ যাও ডাক্তার
ডাঃ অনির্বাণ বিশ্বাস
_________________________
চুপ যাও ডাক্তার,বললাম না,তোমাদের বিচার হবে ?
হে জনতা, এই যে , এই নাও ডাক্তারদের গ্রীবা
বলি দাও ! তোমার তো
রয়েছে পরাক্রমশালী.... বাহু ও কুড়াল
ওদের মারো.. দ্বিখণ্ডিত করো।
ডাক্তারদের জন্য এই দারুন কসাইখানা !
ওরা সংখ্যাতেও অল্প !
এখন ওদের রক্তেই বইবে উদ্দাম বসন্ত।
করোটি ফাটিয়ে রক্ত নিংড়ে নাও।
'আমরা কিছু বলতে চাই..শোন আমাদের কথা...'
চুপ যাও ডাক্তার,বললাম না,তোমাদের বিচার হবে ?
এখানে যদি কোনো ন্যায় থাকে সে হল জনতা,রাষ্ট্রের বিচারের ন্যায়..
ডাক্তারের রক্তের সব চিহ্ন আকাশের রেখার মধ্যে মিলিয়ে যাবার পর এই ন্যায়
যার যত আপনজন মারা গেছে,সব্বাই এস, সবকিছুর হিসেব নাও
ভাগাড়ে ছুড়ে ফেল..ছোট বড় ,সব ডাক্তারকে ..
এই রক্ত ঝড়ানো সৌরভে কোন নতুন ডাক্তার যেন না জন্মায়..
জন্মালে তাকেও হত্যা করে প্রতিশোধ নাও..
'আমাদের কথা একবার শোন....."
চুপ যাও ডাক্তার,বললাম না,তোমাদের বিচার হবে ?
ডাক্তারেরা শয়তানের সংকল্পেই রয়েছে,শোন জনতা
রক্ত দিয়ে পূর্ণ করো ধর্মাশ্রম।অভাবনীয় প্রতিশোধ নাও.........
...................
তবু কোন পাগল লেখে....
শোন ডাক্তার,দ্যাখো রুদ্ধশ্বাসে,আগুন দারুন জ্বলছে..
তোমরা জানো,বিচারে তোমাদের হাতে হত্যার দাগ..
ডাক্তার,এবার পথে নামবে কি ?
থাক,এসো,শান্ত হও,বসো দ্রোহের দেবদারু তলে..
-এইযে,তোমার মৃত্যু সভায় এসেছ তুমি,সামনে স্তুতি ফলার ফলাদি
-এই নাও ফুল মৃদঙ্গ,আগামী জন্ম হোক কয়লার মতো
নাও প্রিয় আগুন ,নাও প্রিয় ফুল,
পোড়া ঘ্রানে,পোড়া চুলের মতো,
আমি খুঁজে ফিরি চিতার ফুল..
( হ্যায়িম নাহমান ব্যাইলিকের On the Slaughter কবিতার ছায়ায়..)
__________________

আপনার মতামত দিন: