Ameen Qudir
Published:2018-05-26 22:09:47 BdST
ডাক্তারদের নিজস্ব ইলেকট্রনিক মিডিয়া বিএমএ টিভি চাই
প্রতিকী ছবি
ডা. কামরুল হাসান সোহেল
______________________________
ডাক্তারদের জন্য ইলেকট্রনিক মিডিয়া খুব খুব জরুরী। আমাদের নিজস্ব একটি টিভি চ্যানেল খুব জরুরী। যেই চ্যানেলে ২৪ ঘন্টা বাংলাদেশের আনাচে কানাচে কত প্রতিকূল পরিবেশে,কত সীমাবদ্ধতা নিয়ে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবা করে যায় তা প্রচার করা হবে। সাংবাদিকদের মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে সত্য প্রকাশের মাধ্যমে। ডাক্তাররা যেখানেই সন্ত্রাসী হামলার শিকার হবে তা তখনই লাইভ প্রচার করা হবে। আমাদের টিভির নিউজ প্রেজেন্টার,রিপোর্টার সবাই হবে ডাক্তার।
একটি টিভিচ্যানেল চালু করতে আনুমানিক ১০ কোটি টাকা লাগে মে বি। আমরা ৮০,০০০ চিকিৎসক ২,০০০ টাকা করে দিলে ১৬ কোটি টাকা। #বিএমএ কে শুধু উদ্যোগ নিতে হবে, সরকারী মেডিক্যাল কলেজ, বেসরকারী মেডিক্যাল কলেজ, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ সব ইনস্টিটিউট প্রধানদের দায়িত্ব দিতে হবে তার প্রতিষ্ঠানের সবার টাকা তোলার দায়িত্ব উনার। টাকা উঠে যাবে কোন ব্যাপারই হবেনা।
চলুন সবাই মিলে নিজেদের জন্য একটি টিভিচ্যানেল এর ব্যবস্থা করি, মিথ্যা সংবাদের কবর রচনা করি।
চ্যানেলের নাম হবে বিএমএ টিভি।
____________________________

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: