Ameen Qudir
Published:2018-05-23 17:20:55 BdST
স্তন ক্যান্সার হলেই যে অপারেশনের মাধ্যমে অপসারন করতে হবে, সেটা কিন্তু নয়
উন্নত চিকিৎসায় উপমহাদেশে সুস্থ একজন রোগী। ফাইল ছবি।
ডা. হৃদয় রঞ্জন রায়
_____________________________
ক্যান্সার হলেই যে স্তন অপারেশনের মাধ্যমে অপসারন করতে হবে সেটা কিন্তু নয়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় হলে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ সঠিক রেখেই এই মরনব্যাধি নির্মূল করা সম্ভব বলে বিভিন্ন গবেষণা প্রতিবেদন রয়েছে। অত্যাধুনিক এই অপারেশনের নাম BCS with Sentinel Lymph node biopsy. রংপুর মেডিকেলে মঙ্গলবার আমরা সেই অপারেশন শুরু করলাম। (যুক্তিসঙ্গত কারনেই বিস্তারিত তথ্য ও ছবি দেয়া হলনা)।
লাজ লজ্জার ভয়ে এই প্রাণঘাতি মরনব্যাধি চেপে রাখলেই কিন্তু সর্বনাশ! পুরুষ ডাক্তার দেখানোর অনীহা দেরী করার আরেকটি কারণ। ৩০ বছর বয়সের পর বাথরুমে বা ড্রেসিং টেবিলের সামনে নিজে নিজেই পরীক্ষা করে দেখতে হবে কোন অসামঞ্জ্যতা বা চাকা (দলা), ত্বক কুচকে যাওয়া, বোটায় রক্ত আসা - এমন কোন সমস্যা আছে কিনা। তেমন কিছু মনে হলে অতি সত্বর ব্রেস্ট সার্জারী বিশেষজ্ঞ (গাইনি নয়) ডাক্তারের শরণাপন্ন হতে হবে শীঘ্রই।
সচেতন হোন, সুস্থ্য থাকুন।
_____________________________

লোকসেবী চিকিৎসক। সুলেখক।সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
আপনার মতামত দিন: