Ameen Qudir

Published:
2018-05-04 16:28:27 BdST

ডাক্তার সংখ্যা বিস্ফোরণ: ৪০,০০০ বিসিএস দিতে ইচ্ছুক


ডাক্তারদের সংখ্যাই বাড়ছে। কর্মক্ষেত্র বাড়ছে না। প্রতিকী ছবি।


ডা. শিরীন সাবিহা তন্বী
_________________________

৪০,০০০ বেকার ডাক্তার এই দেশে যারা বিসিএস দিতে ইচ্ছুক এবং ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন!

তাহলে বেকার বা সরকারী চাকুরী করতে আগ্রহী এমন ডাক্তারের সঠিক সংখ্যাটা অনুমান করুন।এরসাথে প্রতি বছর পাস করে আরো ১০,০০০ জন যোগ হবে।এই বারে ৪,৫০০ জন জয়েন করলেও দেশে বেকার ডাক্তারের সংখ্যা কত হবে আর কত হতে থাকবে তা ভাববার বিষয়।
এই টোটাল প্রক্রিয়া একদিনে হয়নি।
একটি স্লো পয়জনিং বা নিয়ম নিতীহীন গেম এ পড়ে গেল এই দেশের সবথেকে মেধাবী ছাত্র ছাত্রী গোষ্ঠী।
এই ডাক্তার সংখ্যা বিস্ফোরন প্রক্রিয়ায় সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে মেধাবী মেয়েরা।মেধাবী ছেলেরা অনেকেই পরিবারের চাপকে উপেক্ষা করে মেধাবী মানেই ডাক্তার হবে,কিছুটা হলেও এই ভাবনার বাইরে যেতে পেরেছিলেন।

কিন্তু,নব্বইয়ের দশকে এমন একটা ট্রেন্ড চলছিল যেন মেধাবী মেয়ে মানেই তাকে ডাক্তার হতেই হবে।ঐ সব সময়ে সব ভালো স্কুল কলেজের প্রথম সারির 95% মেয়েরা চিকিৎসক হয়েছেন।পরবর্তীতে ডাক্তারের সংখ্যা বিস্ফোরন কেন ঘটেছে তা কারো অজানা নয়।

এই ধরনের অগা বগা অগী বগী সবাই ডাক্তার হবেন এমন সুদিন অপেক্ষমান জানলে ঐ ক্লাস টপার মেয়েরা ক্যারিয়ার নিয়ে ভিন্ন ভাবনা ভাবতে পারত!ছেলেদের সাথে প্রতিযোগিতা করেই সব প্রফেশনে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারত।দেখলাম,এডমিন ক্যাডারে নারী মাত্র 7% !
অনেক সংস্কৃতিমনা,প্রগতিশীল,নেতৃত্বদানকারী মনোভাবের মেয়েরা কেবল সামাজিক কাঠামোর চাপে পরে, ডাক্তারীতে চান্স হবার সুবাদে ডাক্তার হয়েছেন।অথচ এই মেধাবী মেয়েরাই দখল করতে পারত এডমিন,পুলিশ কিংবা প্রতিরক্ষা অধিদপ্তরের ক্ষমতাবান চেয়ারগুলো।
ক্ষমতাবান নারীগোষ্ঠীর বদলে জাতি পেল হতাশ,দুঃখী নারীগোষ্ঠী (আমার নিউজ ফিডের ডাক্তারদের পোষ্টের ধরন দেখে মনে হয়েছে)!

অথচ ডিসেন্ট প্রফেশন খ্যাতি দিয়ে সব মেয়েদের মাথায় ডাক্তারীর ভূত চাপিয়ে দিয়ে বাবা মা কন্যা সন্তানদের স্বচ্ছল সম্মানিত জীবনের স্বপ্ন দেখেছেন।
একমাত্র কারন - সংখ্যা বিস্ফোরন আজ ডাক্তারদের চরম অসম্মানের জীবন যাপনে বাধ্য কর ছে।

এই অসম্মান আরো বাড়বে।
তাই বঙ্গদেশের নবীন পুত্র কন্যারা আর তাদের অভিভাবক গন বেকার ডাক্তারের সংখ্যাটা দেখুন।এবার অন্তত ভেবে চিন্তে ভবিষ্যৎ পেশা নির্বাচন করুন।
নইলে অদূর ভবিষ্যতে মাছের বাজারে,সবজির আড়তে,পার্লারে,দোকানে,সুপার শপে পেটে ভাতে চাকরী করছেন এমবিবিএস ডাক্তার - এমন ঘটনা দেখলে অবাক হবো না।
_________________________________

ডা. শিরীন সাবিহা তন্বী । সুলেখক। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল ।

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়