Ameen Qudir
Published:2018-05-03 00:17:09 BdST
সরকারি বেসরকারি মেডিকেল নিয়ে কাদা ছোড়া ছুড়ি কতদিন?
ডা. আসিয়া চৌধুরী
________________________________
সরকারি-বেসরকারি নিয়ে কাদা ছোড়া-ছুড়ি কতদিন?
পাশের বাড়ির মায়ের পেটের আপন ভায়ে-ভায়ে যখন বিবাদ করে তখন আমারা ছি-ছা করি,আমাদের ব্যাপার টাও কি তাই হচ্ছেনা?২/৩ টা কথা না বললেই না।
১.আমরা যখন পরীক্ষা দেই তখন মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং-বিশ্ববিদ্যালয় মিলে টোটাল সিট ছিল ৩৫০০প্রায়,আর পরীক্ষার্থী কয়েক লাখ!!!সবার কি মনে হয় ঐ ৩৫০০ ই মেধাবী ছিল না সিটের সংখ্যা সীমিত ছিল?
২.আমাদের কলেজের সিট সংখ্যা ছিল ৫০।পাশ সংখ্যা সর্বদায় ১৭/১৮।এর বেশি হলে জবাবদিহিতা করতে হত কলেজ কর্তৃপক্ষকে।আমার এক সরকারি সহপাঠী কে জিজ্ঞাস করায় সে বলেছিল আরে লিখিত নিয়ে চিন্তা কর কেন?ভাইভা নিয়ে ভাব।অথচ আমাদের লিখিততে খারাপ হত আর ভাইভা ৯০% স্টুডেন্ট পাশ করত যেটা সরকারী কলেজের প্রফেসর রাই এসে নিতেন।লিখিত তে কেন বেসরকারি দের খারাপ হত এটা না হয় নাই বলি।
৩.আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের সাথে যারা আরো আছেন তারা কি কেউ বেসরকারি থেকে নেই?
৪.আজ আপনি সরকারি তে পড়েছেন,কাল যদি বাধ্য হয়ে আপনার সন্তানকে ভর্তি করতে হয় তাহলে আজকের কাদা ছোড়াটা কি আপনার আমাদের সন্তানের গায়েই লাগলনা?
আমরা সভ্য জাতি হিসাবে অসভ্য বাঙালি ই থেকে গেলাম।এই যে আমাদের ভাতৃত্বের ঐক্যতা নেই।
_________________________

ডা. আসিয়া চৌধুরী । সুলেখক।
Diabetic Association of Bangladesh,Chapai Nawabgonj
আপনার মতামত দিন: