Ameen Qudir

Published:
2018-05-02 22:28:54 BdST

'কিছু নাক উঁচু চিকিৎসক কেন জানি বেসরকারি মেডিকেল পাশ ডাক্তারদের নিচু দৃষ্টিতে দেখেন'


প্রতিকী ছবি


ডা. মোঃ বেলায়েত হোসেন
_______________________________

আমাদের মাঝে কিছু নাক উঁচু চিকিৎসক আছেন;যাদের অনেকেই শিক্ষকতায় যুক্ত,আবার অনেকেই আমাদের বিভিন্ন কোর্সের কোর্সমেট।কেন জানি না তারা বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে আসা ছেলেমেয়েদের কেমন যেন নিচু এবং অবজ্ঞার দৃষ্টিতে দেখেন।তাদের এমবিবিএস ডিগ্রী,তাদের কাজের দক্ষতা সহ সবকিছুতেই তাদের সন্দেহ থেকে যায়।তাদের ধারণাই হয়ে আছে,এখান থেকে যারা পাশ করে বের হয়েছে,সবার বাপের অঢেল টাকা,টাকা খরচের জায়গা নাই তাই বেসরকারি মেডিকেলে পড়িয়েছেন।আর এইসব বেসরকারি মেডিকেলে থেকে এরা কিছুই শিখতে পারে নাই।পাশটাও করে আসছে টাকার জোর আর স্যারদের দয়ায়।
আসলেও কি তাই?আমি নিজেও তো বেসরকারি মেডিকেল থেকে পাশ করা ছাত্র,এবং আমার বাবার টাকার ছড়াছড়ি ছিলো না কোনকালেই।আমাকে পড়াবার জন্য আমার পরিবারকে অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়েছে।আর যেই স্যারেরা আমাদের পরীক্ষা নিতেন,তাদের কাছে যোগ্যতার প্রমাণ দিয়েই কিন্তু পাশ করে আসছি,চেহারা দেখিয়ে না।আর কিছু কিছু যে বিশেষ বিবেচনায় পার পায় না তা বলবো না,সে তো সরকারি মেডিকেলগুলোতেও পায়।সেখানেও ফোন বাজে,দলীয় পরিচয়ে পার হয়ে যায় অনেকেই।

এইসব বাদ দিই।এখন বেসরকারি মেডিকেল থেকে পাশ করা ডাক্তারদের অনেকেই নিজেদের যোগ্যতায় ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে,এবং সেই সংখ্যাটা বেশ বড়।বিভিন্ন পোস্টগ্রাজুয়েশন কোর্সে একটা বড় অংশ এখন বেসরকারি মেডিকেলের ছাত্রছাত্রী।তারা ভালো রেজাল্ট করছে,ভালো ভালো জায়গায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে প্রতিনিয়ত।সেখানে কিছু মানুষের এই সরকারি বেসরকারি নিয়ে ত্যানা প্যাচানো দেখলে খুব দুঃখ লাগে।চিকিৎসা শস্ত্রের মতো মহান পেশায় এসেও যারা এখনো এমন নিচু মানসিকতা নিয়ে চলেন,তাদের জন্য শুধু করুণা আসে মন থেকে,এর সাথে একটু ঘৃণাও থাকে কি না,নিশ্চিতভাবে বলতে পারি না।
__________________________________

ডা. মোঃ বেলায়েত হোসেন, ঢাকা। সাবেক শিক্ষার্থী ; শাহাবুদ্দিন মেডিকেল কলেজ,০২ ব্যাচ।

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়