Ameen Qudir

Published:
2018-04-30 02:56:28 BdST

"ডাক্তার সাব, এই হাসপাতালে এক আপনি ছাড়া আর সবাই ভুত,বুঝলেন ?"


প্রতিকী ছবি। চলচ্চিত্রের ফিতে থেকে নেয়া।

 


ডা. মোঃ বেলায়েত হোসেন
_____________________________________

অপারেশন চলছে।রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।এই প্রত্যন্ত অঞ্চলে এই ধরণের অপারেশন করার চিন্তা করাও এক কথায় দুঃসাহসিক।তবুও এই দুঃসাহসিক সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে।রেফার করে দিতে পারতাম,কিন্তু এতো রাতে এই লম্বা রাস্তা পাড়ি দিয়ে যাবার মতো সময় রোগী পাবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে।
আমি এইখানে নতুন চাকরী নিয়ে এসেছি।একে দুর্গম অঞ্চল,তার উপর হাসপাতালের অবস্থা একেবারেই খারাপ।অপারেশন করার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি একেবারেই অপ্রতুল।আজ এই হাসপাতালে আমার এক পক্ষ পূর্ণ হলো।নাইট ডিউটি চলছিলো,মাত্র একটু ঝিমুনি এসেছে,এমন সময় এই রোগী হাজির।যতোটুকু বুঝলাম,বার্স্ট এপেন্ডিক্স।যতো দ্রুত পারলাম,এনেস্থিসিওলোজিস্ট কে ফোন দিয়ে আনালাম।রোগীর জীবন আগে,কি আছে কি নেই সেই নিয়ে মাথা ঘামানোর সময় এখন নেই।

পাড়াগাঁয়ের একটা অনুন্নত হাসপাতালের ওটিতে দাঁড়িয়ে একটা জটিল অপারেশন করছি,সেটা ভুলেই গেছি।সমগ্র মনযোগ দিয়ে আমি এখন ব্যস্ত আমার রোগীকে নিয়ে।হাত বাড়িয়ে দিচ্ছি,আমার সহকারী সার্জন হাতে ইনস্ট্রুমেন্টস তুলে দিচ্ছে।বাহ,ছেলেটা তো খুব দক্ষ।ইনস্ট্রুমেন্টসের নাম মুখেও বলতে হচ্ছে না,হাত বাড়ালেই বুঝে যাচ্ছে কি দরকার এখন,আমি কি চাইছি।

অপারেশন শেষ এবং সাকসেসফুল।ক্লান্ত হয়ে গা এলিয়ে আধশোয়া হয়ে আছি ডক্টরস রুমে।সাথে আমার সহকারী ছেলেটা।কিছুক্ষণ পর কথা শুরু করলাম ওর সাথে,
'তুমি কিন্তু খুব ভালো এসিস্ট করেছো।অনেক ধন্যবাদ।কোন মেডিকেল থেকে পাশ করেছো?'
ছেলেটা কিছু বলে না,শুধু হাসে।
আবার জিজ্ঞেস করলাম,
'এতো উন্নত যন্ত্রপাতি যে এই হাসপাতালে আছে,আমি তো জানতামই না।আমি কিন্তু এর আগেও ওটি করেছি এখানে,কিন্তু এই ইনস্ট্রুমেন্টসগুলো পাইনি।তুমি কোথা থেকে বের করলে বলো দেখি?'

এইবার ছেলেটা আমার দিকে তাকালো।
"ভাইয়া,এই ইনস্ট্রুমেন্টস গুলো আমাদের এখানে নেই।দেখলাম আপনি গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন,আর তাছাড়া এই ইনস্ট্রুমেন্টসগুলো ছাড়া তো কাজ করাও মুশকিল ছিলো।তাই আমি এইগুলো পাশের মেডিকেল কলেজ হাসপাতালের ওটি থেকে নিয়ে এসেছি।"
'মানে?কবে আনলে?আমি তো জানিই না।আমাকে বলবা না?'
কিছুটা বিরক্ত হলাম।আমি জানিনা অথচ...

ছেলেটা এবার একটু মাথা নিচু করে বললো,
"ভাইয়া,আপনি যখন কাজ করছিলেন,তখন এনেছি।আপনি এতো মনোযোগ দিয়ে কাজ করছিলেন দেখে আর আপনাকে জানিয়ে আপনার কাজে ব্যাঘাত ঘটাতে চাইনি।"
আমার মুখ ঝুলে গেলো ছেলের কথা শুনে।
'এই,এই কি বললা তুমি?আমি যখন অপারেশন করছিলাম তখন এনেছো তুমি তিন মাইল দূরের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে?মানে কি?কি বলো এইসব?'

ছেলেটা এবার হাল ছেড়ে দেবার মতো ভঙ্গি করে কাধ ঝাকালো।
"উফ ভাইয়া,বুঝতে পারছেন না কেন এখনো?আমি তো মানুষ নই।আমি ভুত।আমার জন্য কি এইটা খুব কঠিন কিছু?আপনি তো ব্যস্ত ছিলেন,তাই খেয়াল করেননি।আপনাকে এসিস্ট করার মাঝেই তো আমি উড়ে গিয়ে নিয়ে আসলাম।আপনি তো খেয়ালই করেন না কিছু।"

আমার তখন কোটর থেকে চোখ বের হবার জোগাড়।ভুত?আমি ভুতের সাথে একটা অপারেশন করলাম?একটা ভুত আমার সাথে এসিস্ট করলো?মাথা পুরো আউলে গেলো আমার।কোনরকমে চি চি করতে করতে জিজ্ঞেস করলাম,
'তুমি যে অপারেশনের মাঝপথে উড়ে গেলে,আর যারা ওটিতে ছিলো,তারা দেখে নাই তোমাকে?তারা যদি ভয় পেতো?বুঝলাম তুমি ভুত,তাই বলে এভাবে অপারেশনের মাঝে সবাইকে ভয় দেখালে?যদি অন্যরা ভয় পেয়ে যেতো?তখন কি হতো?'

ছেলেটা এবার খ্যাক খ্যাক করে হেসে উঠলো।
"হা হা,ভাইয়া কি যে বলেন!ওরা ভয় পাবে কেন?ওরাও তো আমার মতোই ভুত।এই হাসপাতালে এক আপনি ছাড়া আর সবাই ভুত,বুঝলেন ভাইয়া???"
__________________________________

ডা. মোঃ বেলায়েত হোসেন, ঢাকা। সাবেক শিক্ষার্থী ; শাহাবুদ্দিন মেডিকেল কলেজ,০২ ব্যাচ।

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়