Ameen Qudir

Published:
2018-03-27 01:25:22 BdST

১৮ পদের দরকারি ওষুধ দেয়ায় ডাক্তারদের বিরুদ্ধে অজ্ঞ মূর্খদের ভয়ঙ্কর অপপ্রচার




একটি সচেতনতা মূলক বিজ্ঞপ্তি
__________________________

পোস্টটা দেখেন।প্রায় তিন হাজার বার শেয়ার হয়েছে।কমেন্টে পুরো ডাক্তার সমাজের চৌদ্দ পুরুষ উদ্ধার করা হয়েছে।১৮পদের ওষুধ লিখছে!কোন লেভেলের কসাই!!

মাথা ঠান্ডা করে দেখি এই ৮৫বছরের বৃদ্ধার কি কি রোগ হয়েছে।
১.উচ্চ রক্তচাপ
২.হাইপোথাইরয়েডিজম(হরমোন সমস্যা)
৩.old mi(হার্টের অসুখ)
৪.হাপানি
৫.পারকিনসন্স ডিজিজ।
৬.কোমর ব্যথা(হাড় ক্ষয় এই বয়সে সাধারণ সমস্যা)
৭.কোষ্ঠকাঠিন্য
৮.প্রসাবের নালীর ইনফেকশন
৯.রক্তশূন্যতা।

আমার মত হল ওষুধ লেখা কম হয়েছে।যেসব বইপত্র পড়ে আমরা ডাক্তার হই সেসবের নীতি দেখাতে গেলে এখানে আরো ওষুধ যোগ করা যায়।

সেখানে ইনি যথেষ্ট চিন্তা করেই যেগুলো না লিখলেই নয় সেগুলোই লিখেছেন।এফসিপিএস (মেডিসিন) নামের ডিগ্রিখানা উনাকে কেউ এমনি এসে দিয়ে যায় নি।উনার ভুল ধরার আগে সেই পর্যায়ের না হোক একজন এমবিবিএস ডাক্তার হোন আগে।তাও না পারেন একজন সুশিক্ষিত মানুষ হোন।

কোনকিছু বলার আগে, শেয়ার করার আগে ভাবুন।হুজুগে বাঙালি আর কত দিন?

আর হ্যা রোগী ভাত না ওষুধ খাবে তার উপরে একটা বিদেশী উক্তি শোনাই।
'eat your food as your medicines.
otherwise you have to eat medicines as your food'
________________________

লেখাটি ডা. আশিক তায়েব সহ সচেতক চিকিৎসকদের সৌজন্যে পাওয়া। জনস্বার্থে প্রচারিত।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়