Ameen Qudir

Published:
2018-03-13 16:03:00 BdST

শোক এপিটাফযে মধুচন্দ্রিমা নিভে গেল ত্রিভূবন বিমানবন্দরে


 

মেজর ডা. খোশরোজ সামাদ
____________________

আঁখি আর মিনহাজ মাত্র এক সপ্তাহ আগে দুটি জীবন একটি সুতোয় বেঁধেছিল।মধুচন্দ্রিমা খুঁজতে বিমানে কাঠমুন্ডু যাচ্ছিল। তারপরের ইতিহাস সবারই জানা।শুধু সাক্ষী হয়ে রইল আঁখির হাতের মেহেদীর আঁকিবুঁকি ।নিভে গেল মধুচন্দ্রিমা।
রহস্যের দেশে -অনন্তলোকে ভাল থেকো প্রিয় দম্পতি।
মিডিয়ার খবরে জানা গেল, মার্চ মাসের শুরুতেই বউ সেজেছিলেন আখি মনি জেসি ফারিয়া। দীর্ঘদিনের ভালোবাসার মানুষ মিনহাজ বিন নাসিরেরর সঙ্গে মহাধুমধাম করে পারিবারিক আয়োজনে গাঁটছাড়া বেঁধেছিলেন।

দেখেছিলেন নতুন জীবন সাজিয়ে নেয়ার স্বপ্ন।

সোমবার স্বামির সঙ্গে হানিমুনের জন্য ইউএস বাংলার ফ্লাইট চেপে নেপাল যাচ্ছিলেন।
কিন্তু কাঠমান্ডুতে ল্যান্ড করার আগেই বিধ্বস্ত হয় ফ্লাইটটি।

অসীমের পানে যাত্রাকালেও সঙ্গী ডেভিডসন

২.অসীমের পানে যাত্রা
আংশিক পুড়ে যাওয়া বইটির নাম ডেভিডসন'স মেডিসিন। যে পরীক্ষায় পাশ করলে দীর্ঘ ছাত্রজীবন শেষে ডাক্তার হওয়া যায় তাকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা বলা হয়। সেই পরীক্ষায় এই বইটি অত্যাবশ্যকীয় পাঠ্য।
চুড়ান্ত সেই পরীক্ষা শেষে তের জন নেপালী মেডিকেল ছাত্র ছুটিতে নিজ দেশের মাটিতে ফিরে যাচ্ছিল। তারপরের ইতিহাস আমাদের সবার জানা।শুধু সাক্ষী হয়ে রইল পুড়ে যাওয়া এই বইটি।
আগামীদিনের প্রিয় চিকিৎসকেরা, অসীমের পানে মঙ্গলালোকে তোমাদের যাত্রা শুভ হোক!!
___________________________

মেজর ডা. খোশরোজ সামাদ ।

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়