Ameen Qudir

Published:
2018-02-27 18:50:27 BdST

'আমার চিকিৎসক বোনকে কেন ধর্ষিতা হতে হল? আমার বোনের ধর্ষকদের বিচার চাই'




 

 

ডা. কামরুল হাসান সোহেল
_________________________-


নারী চিকিৎসক ধর্ষণের ঘটনায় আটকরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরশাদ মোল্যার ছেলে মামুন মোল্যা (২০), সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত মুন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (৩০) ও একই মৃত আবুল মোল্যার ছেলে রানা মোল্যা (২৫)।

এই ধর্ষকদের কি শাস্তি হওয়া উচিৎ বলে আপনারা মনে করেন?
(১) এদের গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিৎ?
(২) এদের প্রকাশ্যে ফাঁসি দেয়া উচিৎ?
(৩) এদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা উচিৎ?
(৪) এদের ক্রসফায়ারে দেয়া উচিৎ?

এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিৎ যাতে করে আমাদের দেশের আর কোন মেয়েকে, আর কোন নারীকে ধর্ষণের শিকার হতে না হয়।কেউ যেন আর সাহস করতে না পারে, কোন মেয়েকে ধর্ষণ করার চিন্তা যেন কারো মনে না আসে।

এই ধর্ষকদের কঠিন শাস্তি চাই শুধু এই ধর্ষকদেরই নয় সকল ধর্ষকদের কঠিন শাস্তি চাই, সকল ধর্ষণের উপযুক্ত বিচার চাই।

ধর্ষণের বিচারহীনতায় দিন দিন সমাজে ধর্ষণের মতো একটি ঘৃণ্য অপরাধ বেড়েই চলেছে, ধর্ষকদের সাহস বেড়েই চলেছে। কেউ রেহাই পাচ্ছেনা ছোট্ট শিশু থেকে শুরু করে কিশোরী, তরুণী,মধ্যবয়স্কা এমনকি রাস্তার পাগলী ও রেহাই পাচ্ছেনা ধর্ষণের হাত থেকে।

আমরা এই বিচারহীনতার অবসান চাই, ধর্ষণের জন্য ধর্ষকদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি চাই, সকল ধর্ষণের বিচার চাই।

আমার চিকিৎসক বোনকে কেন ধর্ষিতা হতে হল? আমার বোনের ধর্ষকদের বিচার চাই, আমার বোনের ধর্ষণের বিচার চাই।।

__________________________

Image may contain: 1 person, closeup

 

 

ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়