Ameen Qudir

Published:
2018-02-24 16:58:45 BdST

নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ : রাবি শিক্ষকের বিরুদ্ধে রামেক’র মামলা


 

রাজশাহী থেকে সংবাদদাতা

_______________________
অবশেষে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ঘুম ভেঙেছে।মেডিকেল ক্যাম্পাসে চিকিৎসকদের নিরাপত্তা প্রশ্নে এগিয়ে এলা তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের নামে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছে তারা ।

মামলার বাদী মিডিয়াকর্মীদের বলেন, ‘মামলায় শিক্ষক এনামুল জহিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে রামেক হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ এবং তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ৫০৯/৩৩২/৩৩৩/৩২৩ ধারায় এ মামলা করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল মজুমদার।


আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অধিকতর শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

২০ ফেব্রুয়ারি রাজশাহী ভার্সিটির শিক্ষক এনামুল জহিরের পক্ষে রাজশাহীর একজন আইনজীবী ইনটার্ন ডাক্তার
মেরি প্রিয়াঙ্কাসহ রামেকের ৮ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলাটিরও শুনানির জন্য আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়