Ameen Qudir

Published:
2018-02-02 17:13:22 BdST

বইমেলার উদ্বোধন, কিছু বেদনা আর উপেক্ষার পাঁচালি


 

 

 

প্রয়াত কবি সৈয়দ শামসুল হক ও লেখক আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে লেখক। ফাইল ছবি।

 

 

মেজর ডা. খোশরোজ সামাদ

_____________________________

 

১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হল। মাসব্যাপী এই মেলার আসন্ন প্রাপ্তি - অপ্রাপ্তির সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতবার প্রায় ৪০০০ হাজার নতুন লিখিয়েদের বই প্রকাশ হয়েছে। সেই অভিজ্ঞতার ছায়া ধরে বলা যায় এবারও কয়েক হাজার নুতন লেখক- কবির বই আলোর মুখ দেখবে।

 

২।নতুন লেখকদের লেখার গুণগতমানের দোহাই দিয়ে তুলোধুনো করবার চেষ্টা শুরু হয়ে গেছে।তাদের জ্ঞান- গরিমা সাব স্ট্যান্ডার্ড এইসব কথাও শোনা যাচ্ছ। 'পুশিং সেলের' অভিযোগে তাদের বস্ত্রহরণ পালাও শুরু হয়েছে।কিন্তু,আজকের অনেক তারকা লেখক প্রথম জীবনে পুশিং সেল দিয়েছেন।খোদ সৈয়দ মুজতবা আলী নিজ বইয়ের পুশিং সেলের কথা নিজে বলে গেছেন।যিনি পুশিং সেল দিচ্ছেন তার মানসিক অবস্থাটা একবার চিন্তা করি তো।ক্রেতার সামনে নিজের বইয়ের গুণগান করবার লজ্জাকে তিনি বরণ করে নিয়েছেন।পরিচিত জনদের ভিতরে বই বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যানের গ্লানি তিনি বারবার মাথা পেতে নিয়েছেন।

৩।আচ্ছা,এই নতুন লেখকরা তো বইই লিখেছেন।বইমেলার বটগাছে ঝুলে সার্কাস দেখিয়ে টু পাইস কামাতে তো চান নি।বাউল শাহ আব্দুল করিম জমি বেঁচে বই বের করতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়ে ছিলেন।

৪।নিজেকে প্রশ্ন করি,নতুন লেখকের কয়টা বই সারাজীবনে পয়সা দিয়ে কিনেছি ।বরং,বন্ধু -নিকটজনের অটোগ্রাফ পাওয়ার ছলে বই গিফট পাওয়াটা' রাইট' ভেবেছি।

৫।এতসব উপেক্ষা আর অনিশ্চয়তার ঝুঁকির চ্যালেঞ্জ মাথায় রেখে আমার প্রথম বই প্রকাশ হতে যাচ্ছে ।জাতিসংঘ মিশনে ওয়েস্টার্ন সাহারার ধূলি ধূসরিত মরূতে শান্তি রক্ষী হিসেবে আজ করবার হীরন্ময় স্মৃতিকথা 'যে গল্প ত্রাসের যে গল্প দু:সাহসের' ।প্রকাশ করছে বিদ্যা প্রকাশ।স্টল ১৭৬,১৭৭,১৭৮,১৭৯ । প্রচছদ ধ্রুব এষ ।বইটির শুভ কামনা জানিয়ে ফ্ল্যাপ লিখেছেন হাসান আজিজুল হক।আমার আশাবাদ বইটির লেখবার উদ্দেশ্য সফল হবেই।

____________________________

 

মেজর ডা. খোশরোজ সামাদ ।

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই ইউনিটটি সেনা, নৌ,বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে ব্যবহারকৃত সকল খাদ্যসামগ্রী এবং ড্রাগ তথা ওষুধ পথ্য পরীক্ষা - নিরীক্ষা করে ব্যবহারের উপযুক্ততা/ অনুপযুক্ততা নিরুপন করে।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

[email protected]

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়