Ameen Qudir

Published:
2018-02-01 16:29:37 BdST

পৃথিবীর প্রথম লেখার কাগজের কথা থাকছে ডা. তাজুল ইসলামের ভ্রমণগ্রন্থে


 

 


একটি প্যাপাইরাসের উপর অঙ্কিত চিত্র কর্ম

 

প্রফেসর ডা. তাজুল ইসলাম
________________________________

 


প্যাপাইরাস: পৃথিবীর প্রথম লেখার কাগজ ।

বইমেলায় প্রকাশিতব্য আমার বই " গ্রেট পিরামিড থেকে গ্রেট ওয়াল"

( ইতিহাস আশ্রয়ী রোমান্চকর ভ্রমন কাহিনী)

থেকে কিছু অংশ শেয়ার করছি

প্রাচীনকালে মানুষ পশুর চর্মের উপর লিখতো।নীল নদে কিনারে গজানো ঘাস জাতীয় উদ্ভিদ ( আমাদের দেশের হোগলা জাতীয়) থেকে উৎপন্ন কাগজ যখন মিসরীয়রা আবিষ্কার করে তখন সেটিই ছিল পৃথিবীতে প্রথম কাগজ যার উপর লেখা হতো।

ঐ গাছের কান্ড মধ্যবর্তী নরম অংশ ( শাস) থেকে এ কাগজ তৈরী হতো।

৬ রকমের প্যাপাইরাস ছিল- গুনগত মান বিচারে।এর মধ্যে যেগুলো সূক্ষ্ম, শক্ত,মসৃন ছিল সেগুলোর উপর লেখার কাজ হতো।

 

 

যেভাবে  প্যাপাইরাস তৈরি করা হতো:
প্রথমে বাইরের ছাল সরিয়ে নেওয়া হতো।ভিতরের শাসটিকে লম্বালম্বি কাটা হতো,ফালি ফালি করে।ফালিগুলোকে পাশাপাশি রেখে এর উপর অন্য একটি ফালি সোজা করে তার উপর স্হাপন করা হতো

।ফালিগুলো অনেক সময় ধরে ভিজিয়ে রাখা হতো।তারপর দুটি স্তরকে আঠা দিয়ে জোড়া দেওয়া হতো

।ভেজা অবস্হায়ই হাতুড়ি দিয়ে পিটানো হতো যাতে সবগুলো মিলে একটি শীট হয়।পরে এটি শুকানো হতো।

সবশেষে গোলাকার বস্তু দিয়ে একে পরিমার্জন ও মসৃন করা হতো।

১৯৬২ সাল থেকে আধুনিক উপায়ে প্যাপাইরাস থেকে কাগজ তৈরি করা হচ্ছে।

 

___________________________________

Tazul Islam's Profile Photo, Image may contain: 1 person

 

 

প্রফেসর ডা. তাজুল ইসলাম
সোশাল সাইকিয়াট্রস্ট
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কমিউনিটি এন্ড সোশাল সাইকিয়াট্রি বিভাগ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা
e- mail: [email protected]

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়