Ameen Qudir

Published:
2018-01-29 18:49:18 BdST

আসুন, ডা. রিদ্দিতার মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে সোচ্চার হই


 

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

_________________________


একটা অকাল অস্বাভাবিক মৃত্যু, হোক সেটা আত্মহত্যা কিংবা হত্যা সেটা মেনে নেয়া আমার জন্য কষ্টকর।


সেই মৃত্যু আমার চোখের পাতা থেকে ঘুম উড়িয়ে নেবে।সেই মৃত্যু আর মৃতের যাপিত জীবন,বিদেহী আত্মা আমাকে ক্রমাগত আহত করবে।আমার হাত পা অসাড় হবে।চোখের পাতা ভিজবে।
আর সে মৃত যদি হয় কারো মা।কোন একটা লক্ষ্মী আদুরে ফুল পরীর মা।যে মায়ের সারাটা জগৎ জুড়ে ছিল ঐ পরীটা আর পরীটার জগৎ জুড়ে তার মা!!


মায়েদের কখন ও অপমৃত্যু হতে পারে না।আমি জাজমেন্টাল হচ্ছি না।পৃথিবীর কোন অভিমান ই একজন মাকে আত্মহননের পথ বাতলে দিতে পারে না।আমি অন্তত বিশ্বাস করি না।

আমার পুত্রের চুলের বাহার।চুল কেটেছি বলে ডা. রিদ্দিতা সোহানা সাদিক আহ্লাদ করে তার কন্যার ছবি পাঠিয়েছে।চুল কাটার গপ সপ লিখেছে।এ তো সেদিনের কথা।


দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে দিতে পাশে আছে বলত যে মেয়েটি।তার কি এত জলদি জলদি আদরের মেয়েকে একাকী এই নিষ্ঠুর পৃথিবীতে রেখে আকাশের তারা হয়ে যাবার কথা?
আমার কখন ও দেখা হয়নি ওর সাথে।NICVD তে মেডিকেল অফিসার ছিল সে।হাসত।গাইত।কবিতা লিখত।গল্প লিখত।
পোষ্ট পড়ে বুঝতাম।কিছু একটা কষ্ট লুকনো।বলতে চাইছে।


বেশ কিছুদিন অভিমান ভরা পোষ্ট।তারপর এক হানিমুন ট্যুর।মনে হলো সব ঠিক হয়ে গেছে।ভালো আছে সে।
তারপর বহুদিন পোষ্ট নাই।
রিদ্দিতা,আমার " মাতৃত্ব " নামক গল্পটি কি পড় নাই তুমি মেয়ে!একজন মা নিজের জন্য বাঁচে না।সন্তানের জন্য বাঁচে।
আর যদি কেউ তোমার থেকে তোমার বাঁচবার অধিকার কেড়ে নেয়,সে বিচার ও হবে।

দেশের সমগ্র চিকিৎসক সমাজ এই অসাধারন মিষ্টভাষী ,দৃঢ়চেতা,প্রতিবাদী আর লক্ষ্মী মানহা নামক ছোট্ট মেয়েটির মায়ের মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে সোচ্চার হউন।

এটা আমাদের কাছে রিদ্দিতার অধিকার।ওর মাতৃহীনা কন্যা সন্তানের দাবী।।


_____________________________

 

 


ডা. শিরিন সাবিহা তন্বী , শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল , বরিশাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়