Ameen Qudir

Published:
2017-07-31 19:03:00 BdST

বিএমডিসি-কে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন


 

 

ডা. বাহারুল আলম

 
__________________________________

 

৪৬ বছরেও বিএমডিসি চিকিৎসকদের মাঝে মেডিকেল এথিকস সঞ্চালিত করতে পারে নি। যে কারণে মেডিকেল এথিকসের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা জন্মে নি।

 

 


এ ছাড়াও বিএমডিসি চিকিৎসকদের জন্য সাংবিধানিক সংস্থা হওয়া সত্ত্বেও রাষ্ট্রের নির্বাহী বিভাগ অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ঘটনা তার প্রমাণ।
শ্রীমঙ্গলের ঘটনায় বিএমডিসি-কে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মেডিকেল এথিকস লঙ্ঘনের অপরাধের বিচার জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট করবে? নাকি সিভিল সার্জনের রিপোর্টের ভিত্তিতে বিএমডিসি করবে ? – বিষয়টির আশু সমাধান প্রয়োজন।

 


এ বিষয়ে বিএমডিসির আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়া প্রয়োজন। তা না হলে প্রতিষ্ঠানটি অফিস ও কাগজ সর্বস্ব প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।


ভোক্তা আইন ও বিএমডিসি-র আইন চিকিৎসার ক্ষেত্রে কোনটাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক এখতিয়ারভুক্ত নয়, উভয়ক্ষেত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর ন্যস্ত।

___________________________________

ডা. বাহারুল আলম , লোকসেবী প্রখ্যাত চিকিৎসক নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়