Ameen Qudir

Published:
2017-07-13 18:19:12 BdST

এই অব্যবস্থার জন্যে অসহায় ডাক্তারদের দোষারোপ করে লাভ নেই ,প্রকৃত ক্ষমতা মন্ত্রণালয়ে


 



অধ্যাপক ডা. মুজিবুল হক

_____________________________

কথাগুলো জনস্বার্থে আগেও বলেছি, আবারও বলছি _

ঢাকা মেডিকাল কলেজ হাসপাতাল, সরকারী bed ২৬০০, প্রকৃত ভর্তি থাকে গড় ৪৫০০। outdoor মিলে দৈনিক রুগী ১০০০০।সকল রুগী দেখার লোকবল ৮০০ জন।
কি ভাবে সবাইকে সন্তোষ জনক চিকিৎসাও দেয়া সম্ভব।

ক্লান্ত ডাঃ/ সেবিকা হয়ত কখনও অজান্তেই ধৈর্য ' হারান।
এত খাটুনির পরও জনমনে ডাঃ দের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়,

অথচ প্রকৃত সমাধান দেয়ার ক্ষমতা রয়েছে একমাত্র মন্ত্রনালয়েই, তারা ধোয়াছোয়ার বাইরে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না।

ডাঃ দের হাতে এই অব্যবস্থার সমাধান এর কোনও ক্ষমতা নাই।
কিন্তু অজ্ঞ জনগণ, সব কিছুর জন্যে অসহায় ডাঃ দের ই দোষারোপ করবেই ।

________________

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

প্রাক্তন অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়