Ameen Qudir

Published:
2017-06-08 21:05:34 BdST

রোদে পুড়ে রাজপথে ডাক্তাররা : তারপরও রোগীসেবা তারা ভোলেন নি


 

 

 

 

ডা. শিরীন সাবিহা তন্বী
___________________
"নুন আনতে পান্তা ফুরোয়,পান্তা আনতে নুন"

 

যখন হাজার হাজার ক্যাডার কর্মকর্তা তথা পেশাজীবীগন কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয়ের দাবীতে রাজপথে খরতাপে পুড়ে মরছিল একটা মাত্র ডাকের অপেক্ষায়।তখন বিএমএ র একটি বানী সব চিকিৎসককে এক একটি আগ্নেয়াস্ত্রে পরিনত করতে পারত।
বাকী সব পেশাজীবীদের জন্য দাবী আদায় ছিল সময়ের দাবী।

আর এখন বিএমএ কর্মসূচী ঘোষনা করে। চিকিৎসকরা রৌদ্রতপ্ত রমজানের দুপুরে রাজপথে ঝলসে কাবাব না হয়ে নিজ কক্ষে বসে রোগীর চিকিৎসা দেন এসি কিংবা ফ্যানের ঠান্ডায়।
একটু ভুল যদিও আছে বিএমএ র!

রোজা রেখে তাপদাহে পুড়ে এসে জমা হওয়া রোগী তো ঐ চিকিৎসককেই দেখতে হবে।
এরপর কোন অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এর সাথে সাথে দু ঘন্টার কর্মবিরতি চাই।
যদিও রক্তবিহীন মেরুদন্ডবিহীন কেউ কেউ তখন ও চলে যাবে সমাবেশের মাঠ ছেড়ে।

তবু বলছি।
শেষবারের মত বিএমএ কে বিশ্বাস করে আবার উদ্দীপ্ত হন।
ডাক্তাররা বিএমএ র পতাকাতলে একত্রিত হয়ে বজ্রকন্ঠে আওয়াজ তুললেই একমাত্র পেশাজীবীদের সব দাবী আদায় সম্ভব।
এটাই একমাত্র সত্য।
কিন্তু তাতে প্রতিটি পেশাজীবীকে এক একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে হবে।।
তাহলেই স্বপ্ন পূরন হবে।
দাবী আদায় হবে।

#নুন_আর_পান্তার_সংমিশ্রন_আমাদের_ই_ঘটাতে_হবে
___________________________

ডা. শিরীন সাবিহা তন্বী
বরিশাল

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়