Ameen Qudir

Published:
2017-05-27 23:12:55 BdST

বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্হাবান রোগীদেরই চিকিৎসা সেবা দিব


 


ডা. মো. বেলায়েত হোসেন ঢালী
______________________________

 

এখন থেকে চেম্বার, ক্লিনিক ও হাসপাতালে একটা সাইনবোর্ড ঝুলাতে হবে যাতে লিখা থাকবে
"শুধুমাত্র বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্হা আছে এমন রোগীরাই চিকিৎসা সেবা নিতে আসুন"।

আমরা চিকিৎসকরা সাধারন মানুষকে সেবা দিতে চাই।
আর এটাই আমাদের পেশা।
আমরা সেবাও দেবো আবার হামলা- মামলার শিকারও হবো,তাতো হতে পারে না।

আর হাঁ,যে যত বড় জ্ঞানীই হোন না কেন সেই জ্ঞান স্ব স্ব বিষয়ে ব্যবহার করেন,তাতে দেশ ও জনগনের উপকার হবে।খামাখা ডাক্তরদের ব্যাপারে নাক গলাইয়েন না কারন ডাক্তররা আপনাদের মত বড় জ্ঞানী না হতে পারে কিংবা জ্ঞানের বাহার উড়াইতে বা দেখাইতে না পারলেও সবাই জেনেই ডাক্তারী পাশ করে। আর ডাক্তারী পাশ করতে কেমন পরিশ্রম করতে হয় এবং পড়াশুনা করতে হয় তা নিজের পরিবারের কেউ বা আত্মীয়স্বজন কেউ থাকলে টের পাইবেন।আর বিশেষজ্ঞদের কথা নাই বা বললাম।
মিডিয়াতে জ্ঞানের বাহার উড়াইতে চাইলে বাংলাদেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে যত খুশি পাবলিকরে জ্ঞান দেন,অনেক লাভ হবে।ডাক্তারী পেশা নিয়ে মাতামাতি করে অযথা সাধারন পাবলিকরে বিভ্রান্ত কইরেন না এবং পাবলিকরে ডাক্তারদের প্রতিপক্ষ বানায়েন না।
_____________________________

 

ডা. মো. বেলায়েত হোসেন ঢালী।
শিশুরোগ বিশেষজ্ঞ
চমেক-৩৩

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়