Ameen Qudir

Published:
2016-11-24 03:27:46 BdST

চট্টগ্রামের বি এম এ নির্বাচন স্বাচিপের দুই প্যানেল : কেন এই আত্মঘাত


ডা. ফেরদৌস আহমদ ফয়সল
___________________________

 

বিএমএ নির্বাচনে চট্টগ্রামে স্বাচিপের দুই প্যানেল দেখে খারাপ লাগে। সবাই মিলেমিশে একটা কমিটি দেয়া উচিত ছিলো। দুঃখজনক ব্যাপার চট্টগ্রাম জেলা স্বাচিপ কমিটি কিংবা কেন্দ্রীয় স্বাচিপ কমিটি সরাসরি হস্তক্ষেপও নেই, নাকি কন্ট্রোলই নেই!

চট্টগ্রামের হেভিওয়েট আওয়ামী লীগ নেতাদের সমর্থনপুষ্ট হয়েই এই দ্বিধাবিভক্তি।

 

 

 

২)
দুই গ্রুপে বেশীরভাগই প্রিয়মুখ। অপ্রিয়মুখও আছে কিছু কিছু। প্রিয়মুখের সাবেক সহযোদ্ধারা একে অপরের বিরুদ্ধে লড়ছেন দেখতে ভালো লাগে না।

৩)
আমাদের ব্যাচের সাবেক ছাত্রলীগের সহযোদ্ধা ৪ জন চট্টগ্রাম বিএমএ নির্বাচনে প্রার্থী এবার। বন্ধুদের জন্য শুভকামনা রইলো। কলুষিত চিকিতসক রাজনীতি এদের হাত ধরে বদলে যাক এটাই বন্ধুদের কাছে চাওয়া।

ঐক্যবদ্ধ স্বাচিপ দেখতে চাই।

জয় বাংলা।


_______________________


লেখক
ডা. ফেরদৌস আহমদ ফয়সল । প্রবাসী চিকিৎসক। প্রাক্তন সিএমসি। সুলেখক ও কলামিস্ট।
সদস্য, আন্তর্জাতিক ক্রাইম স্ট্রাটেজি ফোরাম।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়