Ameen Qudir

Published:
2017-03-27 17:11:01 BdST

রোগী বাঁচলে কৃতজ্ঞতা নেই: মারা গেলেই ভুল চিকিৎসা!



 

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী
_________________________________

প্রকৃতপক্ষেই আমি বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে শংকিত।
তুলনামূলক ভাবে সবথেকে বেশী মানবিক এবং সততার সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা কাজ করেন।
কিন্তু এমন পরিবেশ তৈরী করা হচ্ছে যেন জনগনের স্বাস্থ্যসেবার দায়ভার একা ডাক্তারের।

# চেম্বারে কোন ডাক্তার মনঃপুত প্রাকটিস না করলে,কোন ডাক্তার নিজে কোন দোষ করলে তার জন্য পুরো ডাক্তার সমাজকে অস্থিতিশীল করে রোগীদেরকে উস্কে দেয়া হয় পুরো ডাক্তার সমাজের বিরুদ্ধে।

# নার্স,ব্রাদার,আয়া,বুয়া,মাসী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগন ডাক্তারের উপর রুষ্ট হন।।

# ননএমবিবিএস, ,কোয়াক,পল্লী চিকিৎসক তাদের এখতিয়ারের বাইরে চিকিৎসা দিতে গিয়ে রোগী মারা গেলে সাংবাদিক প্রচার করেন চিকিৎসকের ভুল।জনগন ডাক্তারকে গালি দেয়।

# কিছু কিছু বিরল অসুখ আছে।এমন কনজেনিটাল এনোমালি নিয়ে বাচ্চা জন্ম নিলে,যার অঙ্গ প্রতঙ্গ শরীরের বাইরে - সাংবাদিক বলবে সিজার করতে গিয়ে ডাক্তার বাচ্চার পেট কেটে ফেলছে।

# বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ডাক্তার চেম্বারে গিয়ে প্লান করে ডাক্তারকে হেনস্থা করে।সাংবাদিক ডাক্তারদের বিপক্ষে অবস্থান নেয়।সিসি টিভি ফুটেজ দিয়ে ডাক্তারকে নিজেকে চরিত্রবান প্রমাণ করতে হয়।ঐ অপরাধী ছাত্রীর বিচার হয় না।

# চতুর্থ শ্রেনীর কর্মচারীর নিয়োগ হয় না বছরের পর বছর।কন্ট্রাক্ট সার্ভিসে এলাকার প্রভাবশালীরা মাদকসেবীদের নাম দিয়ে মাস শেষে টাকা তোলে।ক্লীনারের দেখা নেই।
ডাক্তার দের বলা হয় হাসপাতাল পরিষ্কার করতে।ওয়াশ রুম পরিষ্কার করতে।

# রোগীর সাথে অযাচিত আত্মীয়ের ভীড়।তারা ডাক্তারদের মারবে গালি দেবে।ক্ষমতা দেখাবে।হাসপাতাল পুলিশ বলে কিছু নেই।
রোগী আর এটেন্ডেট এখানে সেখানে থুথু ফেলবে,কাশি সর্দি ফেলবে।শিশু
ওয়ার্ডের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকবে।

আমার হাসপাতালে জনবল নেই।
রোগীরা জানে সব দায়িত্ব ডাক্তারের।সমাজ জানে সব দায়িত্ব ডাক্তারের।
ডাক্তার মানুষ,রোবট না।
ঘর আছে,সংসার আছে,বাচ্চা আছে।মা বাবা আছে।
ডাক্তাররা সব ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত জীবন যাপন করে।
আমি ভাল থাকলেই রোগীদের ভাল রাখতে পারব।
তাই ডাক্তারদের ভাল রাখতে হবে।হাসপাতালকে ভালো রাখতে হবে।
রোগীর মৃত্যু আমাদর হাতে না।আমরা কেবল চিকিৎসা দিতে পারি রোগের।
আমরা আজরাইলের সাথে যুদ্ধ করতে পারি না।
রোগীকে বাঁচানোর যুদ্ধ ডাক্তাররা করলে - এদের খবর কেউ রাখবেন না।আর রোগী মরলেই ভুল চিকিৎসা - এমন ধৈর্যহীন আর ধর্মহীন যেন আমরা কখনোই না হই।।


_________________________


ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় লেখক-কলামিস্ট । পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়