Ameen Qudir

Published:
2017-03-24 16:11:26 BdST

চবি ডাক্তারের যৌন হয়রানির অভিযোগ বানোয়াট :সিসি ক্যামেরায় প্রমানিত


সর্বৈব মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রবল আন্দোলনের চেষ্টাও হয়েছিল।

 

 

 

চবি সংবাদদাতা
__________________

সিসি ক্যামেরার ফুটেজই এক ডাক্তারকে মিথ্যে অপবাদ ও চরম অপমান থেকে রক্ষা করল।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটির কোন প্রমাণ পায়নি তদন্ত কমিটি। ঢাহা মিথ্যে ছিল ওই অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজে তা মিথ্যা প্রমানিত হয়। রাজনৈতিক অপতৎপরতার জন্যই ওই বানোয়াট অভিযোগ আনা হয় বলে ওয়াকিবহাল মত।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের নিকট তদন্ত কমিটির প্রতিবেদনটি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী।


তিনি জানান, বিশ্ববিদ্যালয় মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে এক ছাত্রীর যে যৌন হয়রানির অভিযোগ তুলেছিল তার কোনো সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটি।

মেডিকেলে থাকা সিসি ক্যামেরা, চিকিৎসক, ভুক্তভোগী ছাত্রী ও দায়িত্বরত স্টাফদের সাথে কথা বলে এই প্রতিবেদন দেওয়া হয়েছে।

তবে নারী ইস্যু ব্যবহার করে যাতে আর কোন গন্ডগোলের ষড়যন্ত্র না হয় , সেজন্য চবি কর্তৃপক্ষ সজাগ। তারা আগাম সতর্ক পদক্ষেপ নিতে তৎপর।

প্রক্টর জানান, কমিটির প্রস্তাবের ভিত্তিতে মেডিকেলে ছাত্রীদের দেখার জন্য মহিলা চিকিৎসক নিয়োগ দেয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া মেডিকেলে আরও সিসি ক্যামেরা স্থাপনের জন্যও প্রস্তাব দিয়েছে এই কমিটি।


গত ১০ মার্চ রাতে পেটের ব্যথা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যায় এক ছাত্রী। এসময় কর্তব্যরত চিকিৎসক মোস্তফা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ তোলেন ছাত্রীটি। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তা মিথ্যা প্রমানিত হয়।

এ ঘটনায় পরদিন (শনিবার) বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে চিকিৎসক মোস্তফা কামালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। পরবর্তীতে রোববার অভিযোগটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলে পাঠানো হয়। যার প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়