Ameen Qudir

Published:
2016-11-21 17:34:34 BdST

রোগী মরলে মহাতান্ডব : ব্রিজে শত প্রাণহানিতে কেশস্পর্শও হয় না


 

 

 


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
_____________________

 

অনেকগুণ বেশি ক্ষতি হতে পারে ইঞ্জিনিয়ারদের ভুলে এবং হয়েছেও দেশে দেশে। মারা পড়ে, নিরীহ সুস্থ সব বয়সের সব মানুষ।


ইঞ্জিনিয়ারদের সরকারী খরচে বিদেশে নিয়ে যাওয়া হয় - স্টেট অভ্ দ্য আর্ট প্রযুক্তি শিখে এসে প্রয়োগের জন্যে - তার বিষময় ফল আমরা দেখেছি বারবার।

কোথাও সেই প্রকৌশলীর কেশ স্পর্শ হয় নি কখনো। আর অসুস্থ মানুষের মৃত্যু হলেই মার, তাণ্ডবলীলা , ভাঙচুর। এই বৈষম্য বড় দৃষ্টিকটু, হায়।

_______________________

লেখক ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
কলকাতার প্রখ্যাত চিকিৎসক , কবি।

__________________

একজন রোগীকে বাঁচাতে স্বজনের চেয়েও মহাআত্মীয় হলেন ডাক্তার। নাওয়া খাওয়া ভুলে রোগীর প্রাণ রক্ষায় আপ্রাণ চেষ্টা করেন তারা । তারপরও রোগীর মৃত্যু ঘটলে ডাক্তারনিগ্রহ , ভাংচুর নৈমিত্তিক। ছবি: সংগ্রহ।

 

 

অন্য দিকে উড়ালপুল ধ্বসে পড়ছে। শত শত মানুষ মরছে। শত শত কোটি টাকা লেনদেন ,ব্যাবসা, ঘুষ চলছে। কেউ দায়ীদের ছুঁতে পারছে না। ছবি : সংগ্রহ।
_______________________________

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়