Ameen Qudir

Published:
2017-03-15 17:48:58 BdST

মেডিকেল প্রফেশনালদের পিছনে লাগা এটেনশন সিকিং নাকি হেলথ সেক্টর ধ্বংসের অপচেষ্টা



সালেহ মনির রাজী ,এমবিবিএস শিক্ষার্থী
___________________________

 

বাংলাদেশ এ একজন লেখক ছিল। তার লেখার জন্য না বরং তিনি তার কন্যার বয়সী মেয়েকে বিয়ে করেছিল কেন এ নিয়ে বাঙালি জাতির ঘুম হারাম।

( অনেকে কন্যা বয়সী মেয়েদের নিয়ে 'বয়সের দোষে' মৌজ মাস্তি করে তা হালাল ) মজার ব্যাপার হল জীবদ্দশা তে বটেই তার মৃত্যুর হল এখনো তার বই বেস্টসেলার। তাহলে এত সমালোচক কই থেকে এল বা গেল?

বাংলাদেশে একদল প্রফেশনাল থাকে। বর্তমানে তাদের বিরাট সমালোচনা হচ্ছে। ঘৃণা বিষেদাগার উদগীরিত হচ্ছে। কিন্তু ব্যাপার হল প্রতি বছর ঐ প্রফেশনে ঢোকার জন্য বছর বছর পরীক্ষার্থী বেড়েই যাচ্ছে। দু বার না পারলে বেসরকারি তে ভর্তি হচ্ছে। তাহলে এত সমালোচনা কারা করছে? কই থেকে হচ্ছে বা হল?

সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, বঙ্গদেশে হুমায়ুন এর সমালোচনা না করলে সুশীল হওয়া যায় না। এখন হুমায়ুন নাই। তাই কি মেডিকেল প্রফেশনাল দের পিছনে লেগে এটেনশন সিকিং এর চেষ্টা?
না অন্য কিছু?
কে জানে?
পুনশ্চ : SDG বা MDG তে লক্ষ্য পূরনে মিডল ইনকাম দেশের দিকে এগিয়ে যেতে কিন্তু বাংলাদেশ এর হেলথ সেক্টর ই বিশ্বে হাইলাইটেড। আর কোন সেক্টর না। কি দাঁড়ালো হিসাব ?

____________________________

লেখক সালেহ মনির রাজী ,এমবিবিএস শিক্ষার্থী । রাজশাহী মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়