Ameen Qudir

Published:
2017-03-13 15:48:31 BdST

এদেশে রোগী বাঁচলে বাঁচে ' প্রাণশক্তির ' জোরে, মরলে মরে 'ভুল চিকিৎসায় : অপসাংবাদিকতা




 


ডা. বেলায়েত হোসেন ঢালী
__________________________

ইদানিং নাকি অসম্ভব প্রাণশক্তির উছিলায়ও মূমূর্ষরোগী প্রাণ ফিরে পায়! তাদের সুস্থতায় ডাক্তারদের কোন ভূমিকাই নেই??


কী বিচিত্র দেশ!
কী বিচিত্র মানুষ!!
এ কেমন সাংবাদিকতা!
অসম্ভব প্রাণশক্তির জোরে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরতে পেরেছেন খাদিজা।
-প্রথম আলো।
একেই বলে অপসাংবাদিকতা।

খাদিজা সুস্থ বাড়ী ফিরেছে। একজন মানুষ হিসেবে আমি খুশি।
একজন চিকিৎসক হিসেবে আরও বেশি খুশি।

বেশি খুশি তার কারন চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে, মেধা দিয়ে, প্রানান্তকর প্রচেষ্টা করে মূমূর্ষপ্রায় খাদিজাকে সুস্হ করে তুলেছে।এখানে প্রশংসার দাবীদার এবং কৃতিত্ব শুধুমাত্র চিকিৎসকদের।
অথচ মিডিয়ার হলুদ আর অপসাংবাদিকতা দেখলে মনে হয় এখানে চিকিৎসকদের কোনো ভূমিকাই নেই।


ধিক্কার জানাই এই হলুদ সাংবাদিকতাকে।
ঘৃনা জানাই এই অপসাংবাদিকতাকে।

এদেশে রোগী বাঁচলে বাঁচে ' প্রাণশক্তির ' জোরে, মরলে মরে 'ভুল চিকিৎসায় আর ডাক্তারদের অবহেলায়।"
বড়ই বিচিত্র!!!

__________________________

ডা. বেলায়েত হোসেন ঢালী

CHILD SPECIALIST at Chevron Clinical Laboratory (Pte.) Ltd
Former Assistant Register & Studied as MD Paediatrics at Chittagong Medical College and Hospital

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়