Ameen Qudir

Published:
2017-03-12 17:02:23 BdST

"কিছু না পানি " মনে করে হোমিও ওষুধ টেস্টও করবেন না



আসাদ শামস , সিডনী প্রবাসী
___________________________

আমার একজন পরিচিত মানুষ তার আর্থ্রাইটিস এর জন্য স্টেরয়েডের উপর ছিলেন।

কিন্তু তখনও ভালো না হওয়াতে রাজনৈতিক প্রভাবশালী নামকরা এক হোমিওপ্যাথি ডাক্তারের থেকে ওষুধ খাওয়া শুরু করেন।


রোগ ভালো হওয়া যেনো একটু দ্রুততা প্রায়। কিন্তু কিছুদিন পরে হাত পা ফুলতে শুরু করলে তিনি হোমিওপ্যাথি বন্ধ করে দেন।

তার
এড্রিনাল ফেইলিউর ধরা পড়ে ।

যদিও সেই তথাকথিত হোমিও ডাক্তার অস্বীকার করেছে তবে পরবর্তীতে বোঝা গেলো তিনি জানা এবং অজানা দুই পদ্ধতিতেই স্টেরোয়েড এর উপর ছিলেন এবং ক্রমান্বয়ে না বন্ধ করে হোমিওপ্যাথির ভেতরে লুকিয়ে থাকা স্টেরয়েড হঠাৎ বন্ধ করাতে তাঁর এড্রিনাল ফেইলিউর হয়। মরণ পথ থেকে তিনি যদিও বেঁচে এসেছেন ,কিন্তু সবাইকে সতর্ক করছি "কিছু না পানি " মনে করে হোমিও ওষুধ টেস্টও করবেন না।

________________________________

আসাদ শামস , সিডনী প্রবাসী । লোকসেবী।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়