DESK

Published:
2025-03-28 10:06:24 BdST

সন্‌জীদা খাতুনের মরদেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য মহান দান


 

 

 প্রথম আলো___________________

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ এ তথ্য জানিয়েছেন।

পার্থ তানভীর বলেন, বেলা ১১টার দিকে মরদেহ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি সন্‌জীদা খাতুন ১৯৯৮ সালে নিয়েছিলেন।

মরদেহ দানের সময় সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ, ছোট মেয়ে রুচিরা তাবাসসুম নভেদ, বড় মেয়ের স্বামী সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী এবং ছোট মেয়ের দেবর অধ্যাপক মানজারে শামীম উপস্থিত ছিলেন।

পার্থ তানভীর নভেদ জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের মরদেহ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি তাঁর মা ১৯৯৮ সালে নিয়েছিলেন। এ বিষয়ে তখন একটি চুক্তিও করেছিলেন সন্‌জীদা খাতুন। সেই চুক্তি তিনি খামে ভরে রেখে দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর গতকাল সেই খাম বের করা হয়েছে উল্লেখ করে পার্থ তানভীর নভেদ বলেন, ‘১৯৯৮ সালে চুক্তির সময় সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক মানজারে শামীম। মরদেহ হস্তান্তরের সময়ও তিনি উপস্থিত ছিলেন।’

গত মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে মারা যান সন্‌জীদা খাতুন। সে দিন রাতে সন‌্জীদা খাতুনের মরদেহ হিমঘরে রাখা হয়।  বুধবার দুপুরে তাঁর কফিন নেওয়া হয় ছায়ানট ভবনে। সেখানে শেষবিদায় জানান ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর বেলা আড়াইটার দিকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁকে শেষবিদায় জানান শিল্পী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।

সন্‌জীদা খাতুন


(৪ এপ্রিল ১৯৩৩—২৫ মার্চ ২০২৫ )

বাবা: কাজী মোতাহার হোসেন

মা: সাজেদা খাতুন

ভাই-বোন: যোবায়দা মির্যা, ওবায়দা সাদ, কাজী মকবুল হোসেন, জাহেদা খাতুন, কাজী বদরুদ্দীন হোসেন, কাজী আনোয়ার হোসেন, কাজী মাহবুব হোসেন, ফাহ্‌মিদা খাতুন, মাহমুদা খাতুন।

বিয়ে: ওয়াহিদুল হক

ছেলে-মেয়ে: অপালা, পার্থ, রুচিরা

কয়েকটি অর্জন: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিট্যুট’ থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি, একুশে পদক’, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কার, শান্তিনিকেতনের দেশীকোত্তম।

বই

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সন্‌জীদা খাতুনের বই ‘শান্তিনিকেতনের দিনগুলি’
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সন্‌জীদা খাতুনের বই ‘শান্তিনিকেতনের দিনগুলি’
কয়েকটি বই: ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, তোমারি ঝরণাতলার নির্জনে, কাজী মোতাহার হোসেন, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে, ধ্বনির কথা আবৃত্তির কথা, সংষ্কৃতির বৃক্ষছায়ায়, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, সাংস্কৃতিক মুক্তিসংগ্রাম, জীবনবৃত্ত, শান্তিনিকেতনের দিনগুলি।

সংগঠক: ১৯৬১ সালে ছায়ানট সংস্কৃতি প্রতিষ্ঠানের জন্মকাল থেকে সক্রিয়ভাবে যুক্ত, ১৯৭২ সাল থেকে ‘ছায়ানট সঙ্গীতবিদ্যাায়তন’-এর অবৈতনিক অধ্যক্ষ, ২০০১ সাল থেকে ছায়ানট-এর সভাপতি, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। নালন্দা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।

মৃত্যু: ২৫ মার্চ ২০২৫

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়