রাহনুমা নুরাইন

Published:
2025-09-20 13:49:55 BdST

"আমি আমার রোগীদের ছেড়ে মন্ত্রী হতে যাব না"


 


সংবাদ সংস্থা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন কালে ডা. সন্দুক রুইত নামে একজন চিকিৎসকের সঙ্গে দেখা করে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেন।

নেপাল-ভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে ডা. সন্দুক রুইতের কাছে গিয়েছিলেন।

দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী কার্কি মন্ত্রী পদে বিশেষজ্ঞদের নিয়োগ করে আসছেন।

সাংবাদিকরা ডা. রুইতের কাছে বিষয়টি নিয়ে  জানতে চান।

মন্ত্রী হতে যাচ্ছেন কি না জানতে চাইলে তখন ডা. রুইত সাংবাদিকদের বলেন,

আমি এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।

সংবাদমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতির সময়ই ডা. রুইতের সঙ্গে দেখা করেন।

ইতোমধ্যেই চার সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কার্কির নেতৃত্বাধীন সরকার ১১ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়