Dr.Liakat Ali

Published:
2025-10-23 20:22:22 BdST

দুর্যোগ সংঘাত মহামারিতে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সহজলভ্য করার তাগিদ




নিজস্ব প্রতিবেদক
_____________

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনস্থ মনোযত্ম আউটডোর কাউন্সেলিং সেন্টারের আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪ টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এবার দিবসের এবারের প্রতিপাদ্য হলো দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সেবা প্রাপ্তি।

 

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ও আন্তর্জাতিক আসক্তি বিশেষজ্ঞ ইকবাল মাসুদের পরিচালনায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, পরামর্শক অধ্যাপক ডা. সুলতানা আলগিন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ও স্পোর্টস সাইকোলজির সিনিয়র রিসার্চ অফিসার নুসরাত শারমিন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবাসিক সাইকিয়াট্রিস্ট ডা. রাহানুল ইসলাম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সিনিয়র সাইকলজিস্ট ও মনোযত্ম আউটডোর কাউন্সেলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।

দুর্যোগ এবং জরুরি অবস্থার সময় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির গুরুত্বের ওপর জোর দিয়ে ওয়েবিনারে আলোচকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও মহামারিতে মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য সেবা সকলের জন্য সহজলভ্য করা–বিশেষ করে যখন প্রতিকূলতার সম্মুখীন হয়, জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের অবনতি রোধ করা এবং দীর্ঘ মেয়াদী ক্ষতি প্রতিরোধে সহায়তা প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচকরা আরও বলেন, এই বছরের মানসিক স্বাস্থ্য দিবসের মূল বক্তব্য: দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সেবা প্রাপ্তি। যেকোনও দুর্যোগ এবং জরুরি অবস্থা আমাদের পরিবেশ, সাধারণ জীবনযাপনের সঙ্গে সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। তাই এই অবস্থায় আক্রান্ত সকলের, সেবাদাতাদের এবং সরাসরি বা মিডিয়ার মাধ্যমে প্রত্যক্ষদর্শী সবার মানসিক স্বাস্থ্য কেন্দ্রিক প্রতিরোধ, সুরক্ষা এবং প্রতিকার আমাদের একান্ত কর্তব্য।
বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়