Ameen Qudir

Published:
2017-03-08 23:09:06 BdST

নারী দিবস না , চাই মানুষ দিবস


 

ডা. নাসিমুন নাহার
_____________________________

যে দেশে শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী তার নিজ কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছে সেদেশে আবার নারী দিবস ! সিরিয়াসলি এত প্রাকটিক্যাল জোকস খুব কম হয়।ভাবা যায় ঢাকা মেডিকেল কলেজের মতো অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে একই সাথে দুজন নারী চিকিৎসক কে কর্তব্য চলাকালীন সময়ে নির্যাতিত হতে হয় ! এখানেই কিন্তু শেষ না।ঠিক তার পরপরই বগুড়া মেডিকেল কলেজেও নির্যাতিত হন আরেক নারী চিকিৎসক।

সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নারীর নিরাপত্তার যেখানে এই অবস্থা সেখানে কম শিক্ষিত নারীদের সামাজিক অবস্থান টা কোথায় তা সহজেই বোঝা যায়। আর কর্মস্থলে এসব ভয়াবহ ঘটনা যখন রুটিন ওয়ার্ক তখন না জানি চার দেয়ালের ভেতরে কি কি ঘটছে !

কিন্তু মজার ব্যাপার কি জানেন ? আমাদের দেশের তথাকথিত নারীবাদী, নারীনেত্রী, সুশীলরা সম্ভবত নারী অধিকার , নারী বলতে শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক/মিডিয়া কর্মী/রাজনৈতিক দলের মহিলা/গৃহকর্মী/এসিড আক্রান্ত নারীদেরকেই বোঝেন!
ব্যাপারটা খুবই অদ্ভুত ! জানি না কোন প্রচারনা পাবার গেড়াকলে পরে তাদের এই পল্টি খাওয়া নীতি !

আলাদা করে নারী দিবসের দরকার হয় না যদি আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে পরষ্পর পরষ্পরের প্রতি দায়িত্ব পালন এবং সম্মান প্রদর্শন করি।

সেইদিন নারী দিবস পালন করা উচিত----

#যেদিন সকালে দৈনিক পত্রিকা হাতে নিয়ে ধর্ষণের খবর পড়তে হবে না,
#যেদিন একটা মেয়ের পোষাকই তার ধর্ষণের একমাত্র কারণ হয়ে উঠবে না,
#যেদিন কোন মেয়েকে যৌতুকের বলী হতে হবে না এদেশে,
#যেদিন আল্ট্রাসনোগ্রাফী শুধুমাত্র মেডিকেল পারপাশে করা হবে, সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য নয়,
#যেদিন পরিবারের ছেলে এবং মেয়ে সন্তান সমানভাবে খাদ্য এবং শিক্ষা লাভের সুযোগ পাবে,
#যেদিন মেয়েরা পেশাগত দায়িত্ব পালন করে রাত করে বাড়ি ফিরলে বাড়ির মানুষ গুলোর কোনো ভয়, চিন্তা কাজ করবে না,
#যেদিন রাস্তায় চলার সময় কোন মেয়েকে ইভ টিজিং এর শিকার হতে হবে না,
#যেদিন একটা মেয়েকে তার বাচ্চাকে একা মানুষ করতে হলে সমাজের হাজারো অপ্রাসঙ্গিক গায়ে পড়া অরুচিকর নোংরা প্রশ্নের মুখোমুখি হতে হবে না,
#যেদিন মেয়েরা প্রকাশ্যে দোকানে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে অস্বস্তি বোধ করবে না,
#যেদিন নারীরা রং ফর্সাকারী ক্রিমের আড়ালে নিজেকে খুঁজবে না।
#যেদিন নারীরা শুধু মেয়ে বলেই অন্যায় ফায়দা নেয়া বন্ধ করবে,

#যেদিন বাসে ট্রেনে সংরক্ষিত নারী আসন থাকবে না, সংরক্ষিত আসন থাকা উচিত বয়স্ক , শিশু এবং শারীরিক ভাবে অসুস্থ মানুষের জন্য, মেয়েদের কে দুর্বল প্রমাণের এসব ফন্দি বন্ধ হবে যেদিন,

#যেদিন একটা মেয়ে সবার আগে নিজেকে শুধুমাত্র নারী হিসেবে ভাবাটা বন্ধ করবে। ছেলে না বলে সে দুর্বল এসব বাকোয়াজ চিন্তা ভাবনা করবে না।

নারী নয় বরং যেদিন একজন মেয়ে মানুষ হবার চেষ্টা করবে সেদিনই নারী হিসেবে তার জন্ম সার্থক হবে।নারী পুরুষ পরষ্পর পরষ্পরের প্রতিযোগী না।উভয় উভয়ের পরিপূরক।তাই শুধু নারী বা শুধু পুরুষ না হয়ে মানুষ হবার চেষ্টা করা উচিত বলে বিশ্বাস করি।
_______________________

লেখক ডা. নাসিমুন নাহার । দেশের জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়