Ameen Qudir

Published:
2017-03-07 17:50:58 BdST

মাল শব্দটি আমরা কেমন করে পেলাম


 

 


ডা. মোরশেদ হাসান
____________________________
মাল মাল মাল শুনি। মালটা কী ভাই? না ভাই; খুব সহজভাবেই জিজ্ঞেস করছি ‘মাল’ মানে কী?
‘মাল’ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, ফারসি থেকে এসেছে আবার আরবি থেকেও এসেছে। কোথা থেকে এসেছে সেটি বড় কথা নয়।
মেয়েদের মাল বলার মানে কী?
সংস্কৃত যে ‘মাল’ এর বেশ কয়েকটি অর্থ আছে। মাল অর্থ উন্নত ক্ষেত্র বা জমি। যেমন, মালভূমি। আবার মাল মানে কুস্তিগির বা মল্লযোদ্ধা।
-- মালকোঁচা বা মালকাছা মেরে শত্রুকে ঘায়েল করে এসো।
মাল’ অর্থ মালাও হয়। যেমন – মালদ্বীপ - মালার দ্বীপ।

আবার ফারসি মাল অর্থ মদ। মাল খেয়ে টাল হয়ে ঘরে ফেরা কেন বাপু? আর মাল টেনো না হে; পরে সামলে উঠতে পারবে না।
আরবি মাল অর্থ ক্রয়বিক্রয়ের দ্রব্য, ব্যবসায়ের জিনিস। পণ্যদ্রব্য। -- আরে বেটা দোকানে মাল ওঠা।
রেলের মালগাড়িতে পণ্য পাঠানোর কথা কে না জানেন।
এমনকি আদালতেও অস্থাবর সম্পত্তি আটক করাকে বলা হয় মালক্রোক। মূল্যবান ধনসম্পদ রাখার কক্ষকে বলা হয় মালখানা।
আমি শব্দের উৎপত্তিতে খারাপ কিছু দেখতে পাচ্ছি না।

তবে একটি মানুষকে মাল বলা অবশ্যই খারাপ তা সে মেয়েই হোক আর ছেলেই হোক। মেয়েদের মাল বলার রেওয়াজ খারাপভাবে বেড়ে গেল আমাদের মুক্তিযুদ্ধের সময়। এই সময় অনেকে হানাদার খান সাহেবদের মাল সাপ্লাই দিত আবার মুরগি সাপ্লাইও দিত। বলা হত –
“বেগ সাহেবের জন্য ভালো মাল পাঠাবেন। রোজ অন্তত একটা।’’
মাল বলতে এখানে বাঙালি মেয়েদের কথা বলা হয়েছে।
সেই নোংরা রেওয়াজ এখনও রয়ে গেছে। এমনকি অনেকে না বুঝে যেখানে সেখানে যে কাউকে মাল বলেন। যেমন,
ভাই আপনি আসলেই একটা জটিল মাল।
ভাষার এই অপপ্রয়োগ বন্ধ হোক। বাংলা ভাষার মতো সুললিত ও সুন্দর ভাষা পৃথিবীতে খুব কমই আছে। মাল নিয়ে সংগীতে একটি সুমধুর রাগ আছে যার নাম মালকোষ। বাংলা ছন্দের নাম মালঝাঁপ। পুষ্পোদ্যান আছে – আমি তবে মালঞ্চের হব মালাকর।
ভানুর সেই অবিস্মরণীয় কৌতুক,
মাসীমা মালপোয়া খামু।

নারী-পুরুষ নির্বিশেষে যেকাউকে মাল বলা থেকে বিরত থাকুন।
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষা নিন – মানুষকে মাল বলার নোংরা সংস্কৃতির অবসান হোক।
সুন্দর ও কল্যাণময় হোক মানুষের সমাজ।

______________________________

লেখক ডা. মোরশেদ হাসান ।
Works at Medical College, Assistant Professor.
Past: Works at Ministry of Health, Maldives and ICDDR,B

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়