Ameen Qudir

Published:
2017-03-06 20:07:21 BdST

ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেবে কই ফাঁক তার !




অধ্যাপক ডা. অমল মিত্র
________________________

মানবতার স্খলন দেখে, সমাজের প্রতি দায়বদ্ধতার ব্যত্যয় দেখে, তদুপরি ডাক্তার সমাজের প্রতি অযাচিত অসন্তোষের কাহিনী শুনে ও পড়ে আমার প্রতিক্রিয়া জানালাম।

ডাক্তার
__________________________


ওগো ডাক্তার ও ডাক্তার
সারাদিন রুগী দেখে
ক্লান্ত শরীরটাকে
বিশ্রাম দেবে কই ফাঁক তার?
ও ডাক্তার...

যন্ত্রণা বুকে ব্যথা
বাঁচাও হে তুমি পিতা
তুমি মোর দেবতার তূল্য
কাতর এ চিৎকার
বুকে বাজে বারবার
তুমি জানো জীবনের মূল্য।


তাই তুমি দিবানিশি
অম্লান মুখে হাসি
মরনের সাথে করো সংগ্রাম
প্রতিদানে পলে পলে
শুধুই আঘাত পেলে
এ সমাজ কত তার দিলো দাম?


হে অনলস বীর
অচঞ্চল জ্যোতি ধীর
সর্বজনে জানাও এ বারতা --

যতদিন রবে সূর্য
তুমি স্থির তুমি ধৈর্য
তোমার সেবায় মানবতা
মূর্ত অবিনশ্বর
তুমি রবে ভাস্বর
জ্যোতিষ্কের আলো সবাকার
হে ডাক্তার, ওগো প্রিয় মোর ডাক্তার।


_____________________________

ডা. অমল মিত্র। প্রবাসী প্রখ্যাত চিকিৎসক।  (K30 of DMC), Retired Prof of Preventive and Social Medicine
lives in Mississppi, USA.

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়