Ameen Qudir

Published:
2017-03-05 20:34:39 BdST

একে মারছি তো ওকে ধরছি ধরাচ্ছি, খেয়াল খুশিমতো মোরা চলছি চালাচ্ছি


 



ড. মোঃ আল - মামুনুল আনসারী

_________________________________________

খুব অসহিষ্ণু হয়ে পড়েছি দিচ্ছি খুব আড়ি
একে মারছি তো ওকে ধরছি ধরাচ্ছি,
খেয়াল খুশিমতো মোরা চলছি চালাচ্ছি।
গোল পাকাচ্ছি পিছু লাগছি একে অপরের,
হেয় করছি ছোট করছি ছোট বড় সকলের।

নিজের কাজ রেখে অন্যের কাজে করছি খবরদারি।
পেশায় পেশায় করছি দ্বন্দ্ব সৃষ্টি,
না জেনেই অকাতরে নিন্দার দৃষ্টি।
চটে যাচ্ছি অল্পতেই আছি আদর অনাদরে,
করছি অযাচিত হস্তক্ষেপ অন্যর অধিকারে।

কথায় কথায় ভাঙচুর করাচ্ছি,
নেতা একটা বলেন তো কর্মী আরেকটা,
কর্মী বলেন তো নেতা মানেন অন্যটা।
মুখ দেখে নিচ্ছি ব্যবস্থা শাসন,
কবে বন্ধ হবে এ অগ্নিশাসন?


আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছি,
ধর্মঘট কর্ম বিরতি করে বাড়াচ্ছি ভোগাচ্ছি
নারী শিশু নির্বিশেষে গায়ে আঘাত হানছি।
বুঝে না বুঝে মিডিয়া নিচ্ছে পক্ষ বিপক্ষ,
দেশ পাবে কবে সেই নেতা সেই কর্মী দক্ষ।

লাভ হচ্ছে দুর্মুখের তুমি আমি মরছি,
ক্ষতি দেশ ও জনগণের,
পেশার রোগীর আত্মীয়ের।
মানুষ চালক যাত্রী আরও কতো জনের,
সমাজে ঝড় বহে, ব্যথা রয়ে যায় মনের।


অযথা জনগণকে জিম্মি হয়রানি করছি,
দিচ্ছে সাজা মওকুফ করছেন রাজা,
সকালে এক সিদ্ধান্ত বিকেলে আরেক মজা।
রাষ্ট্রীয় সম্পদ করছি বিনষ্ট আজ,
উদ্ভট মনের চালে চলছে সমাজ।

এসব দেখে মন ময়ূরী ছবি আঁকে,
বিভেদ কভু দেয় না সমাধান,
কেন তবে এতো বাঁধা দান?
হাত হাত মিলাও হও আগুয়ান,
দিচ্ছে হাত ছানি হে নও জেয়ান।


কোথায় যাচ্ছে দেশ নিচ্ছি কোন বাঁকে,
উন্নয়ন যে বাধা প্রতি পলে পলে,
তোমার আমার হস্ত গলে গলে,
থামতে হবে বাছা ভালবাসা ল'য়ে,
কি লাভ তবে এতো অসহিষ্ণু হয়ে?

______________________________

ড. মোঃ আল - মামুনুল আনসারী

পুলিশ সুপার (কমান্ডার)
ইউএন শান্তি মিশন
মালি (আফ্রিকা)
০৫/০৩/২০১৭ খ্রিঃ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়