Dr. Aminul Islam
Published:2024-08-23 14:57:51 BdST
মানুষ যখন মুসিবতে অবলা প্রাণীরও পাশে দাঁড়ায়, তখনই সে আশরাফুল মাখলুকাত
ডেস্ক
_________
মানুষ যখন দুর্যোগে বিপদে মুসিবতে অবলা প্রাণীরও পাশে দাঁড়ায়, তখনই সে আশরাফুল মাখলুকাত : সৃষ্টির সেরা জীব । আর যখন অসহায়কে পোড়ায়, হত্যা করে, তখন সে শয়তানের চেয়েও ইতর, নিষ্ঠুর ও ভয়ঙ্কর।
বন্যাকালে মানুষ পশু কেও নিয়েছে জীবনের কাফেলায়। মানুষ শুধু মানুষের জন্যই নয়, সকল প্রাণের জন্য।
অধ্যাপক ডা আহমেদ লিঙ্কন এ-ই মানবতার উচ্চারণে লিখেছেন, মানুষ এই সময়ই আশরাফুল মাখলুকাত হয়ে উঠে। পশুর প্রতি নিষ্ঠুর আচরনকারী মানুষ আদতে মানুষই নয়, সে শিক্ষিত, উচ্চপদস্থ, ধার্মিক ইত্যাদি হতে পারে, কিন্তু মানুষ কখনোই না।
আপনার মতামত দিন: