ডেস্ক
Published:2024-08-23 14:29:40 BdST
বন্যা : সাপোর্ট ও পর্যবেক্ষণের জন্য সাইবার সেল গঠনের পরামর্শ অধ্যাপক ডা সালাহ্উদ্দিন কাউসারের
ডেস্ক
_________________
বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সালাহ্উদ্দিন কাউসার
বিপ্লব বন্যা পরিস্থিতিতে সাপোর্ট ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় সাইবার সেল তৈরির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন,
"আমার একটি আবেদন!
সরকারের দৃষ্টি আকর্ষণ করছি!
- যত দ্রুত সম্ভব বন্যা পরিস্থিতিতে সাপোর্ট ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় সাইবার সেল তৈরি করা প্রয়োজন।
বন্যা, নদী, কমিউনিকেশন এক্সপার্ট সহ প্রয়োজনীয় এক্সপার্টদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি ডিজিটাল / সাইবার কমিউনিকেশন সিস্টেম দ্রুত দরকার। যার মাধ্যমে, যারা যেখানে, যেভাবে কাজ করছেন তার একটা নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়। মাঠে উপস্থিত থেকে যারা এই মহান কাজটিতে যুক্ত হচ্ছেন বা ইতোমধ্যে হয়েছেন উনাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট, নির্দেশনা, বা ডিরেকশন দেয়া সম্ভব হয়। এমন কি কোথায় কীভাবে নেটওয়ার্ক, মোবাইল কার্যকরী রাখা যায় সেটিও মনিটর করা যেতে পারে।
যারা নতুন করে ইনভলভ হচ্ছেন, তারা কোথায় কী ধরনের সাপোর্ট দিবেন বা কোথায় সাপোর্ট লাগবে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
খাবার, চিকিৎসা সহ কখন কোথায় কী ধরনের সাপোর্ট লাগবে সেটিও গণমাধ্যম তথা প্রয়োজনীয় কমিউনিকেশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া সম্ভব হবে।
যদি ইতোমধ্যে করা হয়ে থাকে ভালো। না-হয় দ্রুত এই কাজটি করা প্রয়োজন। তাতে সারাদেশের বা যেকোনো মানুষ তার সাপোর্ট দিতে পারবেন।
- বিষয়টি প্রয়োজনীয় মনে করলে শেয়ার দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে সহায়তা করতে পারেন।
* অধ্যাপক ডা সালাহউদ্দিন কাউসার
বিপ্লব, মনোরোগ বিশেষজ্ঞ।"
আপনার মতামত দিন: