Ameen Qudir
Published:2017-03-01 15:41:30 BdST
বাংলাদেশ , সেভেন সিস্টার্স এবং সার্করোগীদের যত্ন নিন: মমতা
সংবাদদাতা
_____________________
বাংলা দেশ, সেভেন সিস্টার্স এবং সার্কভুক্ত দেশগুলোর রোগীরা কলকাতায় এলে বেসরকারি হাসপাতালকে আরও সতর্কভাবে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি বলেন,
কলকাতাকে শুধু সার্কভুক্ত দেশ,ভারতের সেভেন সিস্টারের গেটওয়ে। গরিব মানুষকে ভিটে-মাটি বিক্রি করে চিকিৎসা করাতে হবে, চিকিৎসা ব্যবসা নয়। নিশ্চয় হাসপাতাল ব্যবসাও করবে, রক্ষণাবেক্ষণের জন্য ব্যবসা করতেই হবে কিন্তু ব্যবসার নামে রোগীদের জবাই করা চলবে না।
মমতা বলেন , হাসপাতাল কসাইখানা নয়, সেবার জায়গা। তাও আবার হাসি মুখেই সেবা নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই রোগীর স্বজনদের কান্না সহ্য করা হবে না।
আপনার মতামত দিন: