DESK

Published:
2024-08-09 21:02:36 BdST

রোদ বৃষ্টিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিশেষজ্ঞ চিকিৎসক: নেটিজেনদের প্রশংসা


 


ডা. গোলাম মুস্তফা
____________________

একজন  সার্জন, বিশেষজ্ঞ চিকিৎসক
রাস্তায় রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে ট্রাফিকের গুরুদায়িত্ব পালন করছেন; এই দৃশ্যে নেটিজেনরা মুগ্ধ। তারা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে তরুণ এইকনসালটেন্ট-এর দায়িত্ব সচেতনতাকে।

তরুণ এই কনসালটেন্ট হলেন ডা. আজিজুর রহমান ময়েজ। অত্যন্ত মেধাবী এই ডাক্তার। দুদুটি এফসিপিএস ডিগ্রিধারী।
junior Consultant (surgery) at DGHS, Mohakhali, Dhaka কর্মরত বলে জানা যায়।

রাজধানীর একটি সড়কে ট্রাফিকের গুরুদায়িত্ব পালন কালে তার ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়লে সর্ব পেশার মানুষ তার কাজের প্রশংসা করছেন।
চিকিৎসা পেশা একটি সার্বক্ষনিক জনসেবার পেশা। মানুষের জীবন বাঁচাতে , সুস্থতা নিশ্চিত করতে ডাক্তাররা নিজেদের জীবনপাত করেন। সেই মহান দায়িত্ব পালনের পাশাপাশি
দেশের কাজে , রাষ্ট্রের জরুরি প্রয়োজনে তারা সবসময় প্রস্তুত , ডা. আজিজুর রহমান ময়েজ তাই প্রমাণ রাখলেন, নেটিজেনরা এমনটাই বলছেন।

ডা. আজিজুর রহমান ময়েজ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়