Ameen Qudir
Published:2017-02-28 20:25:29 BdST
ভিডিও কনফারেন্স বনাম তৃনমূলে রোগী-চিকিৎসকের সংকট
ডা. বাহারুল আলম
_________________________
ভিডিও কনফারেন্স বনাম তৃনমূলে রোগী-চিকিৎসকের সংকট: জবাব চাই ।। জবাব নাই !!
তৃনমূলে রোগী ও চিকিৎসকের সংকট এবং কষ্ট জানার জন্য প্রতিদিন সকাল ১১ টায় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর - ভিডিও কনফারেন্স করেন সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিচালকদের সাথে। ভিডিও কনফারেন্সের সময় কখনও কখনও স্বাস্থ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে থাকেন অসহায় ভুক্তভোগী চিকিৎসকরা। কোন এক অদৃশ্য শক্তির নির্দেশ মহাপরিচালকের প্রতি , তিনি তৃণমূলের চিকিৎসক প্রশাসকদের সাবধান করে দেন ঘুণাক্ষরেও যেন কোন সমস্যা ও সংকটের কথা না বলে, কোন রূপ নেতিবাচক দৃষ্টিভঙ্গিও যেন পোষণ না করে । কেবল ‘সব কিছু ঠিক আছে’- জানিয়ে ‘ইয়েস স্যার, ইয়েস স্যার’ -বলেই ভিডিও কনফারেন্স শেষ করে।
কারণ হিসাবে বলেছেন, স্বাস্থ্যব্যবস্থাপনায় কোনপ্রকার ঘাটতি, সংকট, নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও মন্তব্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জনগণ ও সরকারের কাছে বিব্রত করে তোলে। কঠোর নির্দেশ তৃণমূল স্বাস্থ্য প্রশাসকদের প্রতি, ‘রোগী ও চিকিৎসকদের সবকিছু ম্যানেজ করে নিবে। এমনকি প্রচার মাধ্যমে ঘুণাক্ষরেও স্বাস্থ্যব্যবস্থা সংকটে আছে একথা বলবে না’।
স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর খুলনা ভ্রমণে আসা এরূপ তৃনমূলের এক স্বাস্থ্য কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম- ঢাকায় ও তার আশেপাশে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়িত আছে, মহাপরিচালক সে সকল চিকিৎসকদের পাঠাচ্ছে না কেন? ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে বিষয়টি বলছ না কেন? সে দুই ঠোঁটের মাঝখানে তর্জনী তুলে বলল চুপ , ভিডিও কনফারেন্স ও প্রচার মাধ্যমে এসব বলতে মানা, বললে উনারা বিব্রত হবেন।আর বিব্রত হলে আমার খবর আছে। নির্দেশ ‘ম্যানেজ করে নাও’। পুনরায় জিজ্ঞাসা করলাম ঘাটতি ( অবকাঠামো,জনবল, প্রযুক্তি, উপকরণ) কি করে ম্যানেজ করবে? মুচকি হেসে বলে ‘ এবার কিন্তু স্যার আমি বিব্রত হব’।
খুলনা পরিদর্শন কালে মন্ত্রী বন্দনা সভায় বেসুরো হয়ে এ সকল সমস্যা নিবেদন করলাম। অভিভাবক হিসাবে উনি শুনলেন কিনা , ধারণ করে কোন ব্যবস্থা নিলেন কিনা, কোন কিছু জানা গেল না।
_________________________________
ডা. বাহারুল আলম । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ও পেশাজীবী নেতা। সুলেখক। সুবক্তা।
আপনার মতামত দিন: