Ameen Qudir

Published:
2017-02-28 19:49:07 BdST

সংবাদ ব্যবসা বা অপসাংবাদিকতা কাকে বলে দেখবেন?


 

 

ডা. তরফদার জুয়েল


__________________________

 

খবর ১-
____________________

"ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগির স্বজন কর্তৃক ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারনে ও ১ ঘন্টা ইমারজেন্সি গেট বন্ধ থাকার কারনে শত শত রোগি চিকিৎসা থেকে বঞ্চিত ও চিকিৎসার অভাবে রোগির মৃত্যু।"

পর্যালোচনা-
ঢাকাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও তো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনেক সরকারি হাসপাতাল আছে। এক মেডিকেলে সমস্যা অন্য মেডিকেলে রোগি নিয়ে গেলেই তো হয়, সেগুলোতে তো কোন সমস্যা নাই। এক মেডিকেলে সমস্যা হলেই কি দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে?

খবর ২-
__________________________

"শ্রমিক ধর্মঘটের কারনে দুদিন ধরে খুলনা বিভাগের ১০ জেলায় সকল প্রকার যান চলাচল বন্ধ, পরিবহণ খরচ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি"

পর্যালোচনা-
১০ জেলায় যান চলাচল বন্ধ হলে মুমূর্ষু রোগিকে হাসপাতালে নিবে কিভাবে? যে রোগিকে ১ ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া দরকার, সেই রোগিকে ৩ ঘন্টা পর হাসপাতালে নিলে সমস্যা হচ্ছে না? চিকিৎসায় দেরি হচ্ছে না? বিনা চিকিৎসায় রোগি মারা যাচ্ছে না?

আশে পাশে গন্ডাখানেক মেডিকেল কলেজ থাকলেও ঢাকা মেডিকেলের ইমারজেন্সি এক ঘন্টা বন্ধ থাকলে দুনিয়া রসাতলে যায়, দুদিন ধরে পরিবহণ ধর্মঘট চললেও ঝিনাইদহ, মাগুরা, নড়াইলের মত দূরের জেলাগুলোর মুমূর্ষু রোগিকে কিভাবে খুলনা বা যশোর মেডিকেলে কিভাবে নিয়ে যাচ্ছে? জানা নাই। তাহলে পরিবহণ ধর্মঘটে দেশের চিকিৎসা ব্যবস্থায় কোন সমস্যা নাই।

কী বুঝলেন?
দেশে শুধু ডাক্তারদের কারনে চিকিৎসায় দেরি হয়, অবহেলা হয়, চিকিৎসা হয় না, চিকিৎসার অভাবে রোগি মারা যায়।


_________________________

ডা. তরফদার জুয়েল
স্নাতকোত্তর (এফসিপিএস) শিক্ষার্থী,
সাবেক ছাত্র- রাজশাহী মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়