Ameen Qudir
Published:2017-02-28 01:24:23 BdST
পেশার বড়াই
ড. মোঃ আল্ - মামুনুল আনসারী
__________________________________
জন্মের সময় কোন পেশা নিয়ে জন্মছিলে, মনে পড়ে-
কোন বাক্য নিয়ে দুনিয়াতে এসেছিলে,
কোন বাক্য নিয়ে ফিরে যাবে আখরাতে,
কতো দিন থাকবে এ পেশার বড়াই,
অবসরে কোথায় মেলাবে বাহাদুরি, জানা নেই।
ভাব, হয়ত তুমি জন্মেছিলে আমলা বিচারক হয়ে
নয়ত ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ হয়ে
কিংবা শিক্ষক মিলিটারি ব্যাংকার নেতা হয়ে
কখনো বা অন্য কোনো উচ্চ পেশা নিয়ে।
তোমার পেশাই শ্রেষ্ঠ, তোমা ছাড়া জগৎ সংসার অচল!
দোষ ত্রুটি সমন্বয়ে মানুষ, পেশাকে টানো কেন কথায় কথায়,
কাউকে হেয় করে প্রশান্তি খোঁজা বোকামি।
মৃত্যুর পরে পেশা কি হবে, অবস্থান কোথায় হবে;
জীবিত আর মৃতের পেশায় পার্থক্য কোথায়, জানা নেই।
মানুষ, পেশাবৃত্তি সঙ্গে যাবে না; যাবে আমলনামা।
মানুষ হয়ে জন্মেছ সে ঢের ভাল,
পেশা তো ক্ষণিক পরিচয়, জীবিকার উপলক্ষ্য মাত্র;
মুহূর্তে নাকাল, একে ছাড়া অন্যে অচল-
হে মানব, মানুষ হয়েই থাকো-
করো না পেশার বড়াই, চূর্ণ করে দাও এ লড়াই।
___________________________________
লেখক ড. মোঃ আল্ - মামুনুল আনসারী ।
মালি (আফ্রিকা)
ইউএন শান্তি মিশন
আপনার মতামত দিন: