Ameen Qudir

Published:
2017-02-27 15:20:21 BdST

ভূয়া ডাক্তারের কারণে নবজাতকের মৃত্যু


 


সংবাদদাতা, নড়াইল

______________________


ভূয়া ডাক্তারদের কারণে সারা দেশে চিকিৎসা ব্যবস্থায় নৈরাজ্য বিরাজ করছে। খোদ নড়াইলে
কালিয়া উপজেলায় ভুয়া ডাক্তারের ভুল রিপোর্টের কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় খাদিজা বেগম নামে ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নবজাতকের বাবা উপজেলার বেন্দা গ্রামের তুলিপ শিকদার জানান, বৃহস্পতিবার তার স্ত্রী মাহমুদা বেগমের (২০) গর্ভের সন্তানের অবস্থা জানতে খাদিজা ক্লিনিকে নিয়ে আসেন তিনি। ক্লিনিকের মালিক খাদিজা বেগম তাকে কালিয়া পৌর শহরের আল আমীন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন।

সেখানে আল্ট্রাসনোগ্রাফি করার পর খাদিজা বেগম নিজেই রিপোর্ট তৈরি করেন। রিপোর্টে ওই গর্ভবতীর সন্তান ভূমিষ্ট হওয়ার তারিখ দেন ২৫ মার্চ।

২৩ ফেব্রুয়ারি গভীর রাতে মাহমুদার প্রসব বেদনা শুরু হলেও তারা ওই রিপোর্টের কারণে তা আমলে নেননি। ফলে দ্রুত ব্যবস্থা নিতে না পারায় ভূমিষ্ট হওয়ার পরই নবজাতকের মৃত্যু হয় ।


শনিবার ভুয়া ডাক্তরের ভুল রিপোর্টে নবজাতকের মৃত্যুর ঘটনায় কালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ খাদিজাকে আটক করে। পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অভিযুক্ত খাদিজা বেগম তার ডাক্তারি সনদ দেখাতে পারেননি।

আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের মালিক বলেছেন, খাদিজা বেগম রোগীকে তার ক্লিনিকে এনে নিজেই আলট্রাসনোগ্রাফি করে নিয়ে যান । রিপোর্টও খাদিজাই করেছেন।
ভূয়া ডাক্তার
খাদিজা কিভাবে নিজের নামেই ক্লিনিক খুলে ব্যবসা করছে , কে পারমিশন দিয়েছে , সেটা জানা দরকার। ৬ মাসের সাজা দিয়ে এসব ভূয়া ডাক্তারদের হাত থেকে কি জনগনকে রক্ষা করা যাবে ! প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়