Ameen Qudir

Published:
2017-02-13 16:58:21 BdST

ডাক্তাররাও সেলিব্রেটি : সমালোচনা সহ্য করতে শিখুন


 

শাহ রুখ খানের মডেল ছবি। সম্মাননা ডিগ্রি নিচ্ছেন তিনি।

 

মাহবুব এম সিনাবী,
গুইলিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে
___________________________

থামেন ! ফালা-ফালি লাফা -লাফি অনেক তো অনেক করলেন । সিনিয়র থেকে জুনিয়র ,এমন কি স্টুডেন্টও …সত্যটা মেনে নিতে শিখুন এবার । অভিযোগ করে কেউ কখনো নিজেদের মূল্যায়ন বাড়াতে পারেনি । অভিযোগ আপনি করতেই পারেন আপনার অধিকার বুঝে পাওয়ার জন্য । আপনার মূল্যায়ন , ব্যাক্তি স্বত্বা আপনাকেই রক্ষা করতে হবে ।


সাম্প্রতিক অনলাইন নিউজ পোর্টাল , মেডিক্যাল সম্পর্কিত গ্রুপ ,পেজ আর ফেসবুকের টাইম লাইনের আলোকে বলতেই হয় . ডাক্তাররা হ্যাপি নেই , হ্যাপি নেই ডাক্তার –রোগী সম্পর্কে , ডাক্তার –রাজনীতি বিদ সম্পর্কে , আর ডাক্তারদের বৃহত্তর একটা অংশ মনে করে সাংবাদিকই বড় শত্রু ।

সাংবাধিকরা এখন ডাক্তারদের জন্য মনে হয় জাতীয় শত্রু হয়ে গেছে । তাতে সাংবাদিকদের কি আসে যায় ? সাংবাদিকরা শুধু ডাক্তারদের পেছেনেই পরে নেই , আপনি যদি এটা ভেবে থাকেন , তাহলে ভুল ভাবছেন । নিজেকে তাদের পেশায় বসিয়ে চিন্তা করুন তো একবার ???

একজন ক্রিকেটারের কথা চিন্তা করুন বল ব্যাট থেকে ১০ সেমি. না যেতেই সমালোচনা হচ্ছে । ক্রিকেট ভক্তরাও থেমে নেই ,মাঠের পারফমান্সের উপর প্রতিনিয়ত নির্ভর করছে বাহিরের সমালোচনার ধারাবাহিকতা ।

একই ভাবেফিল্ম স্টার , সেলিব্রিটিরাও । সাংবাদিক , ভক্ত কেউ কি থেমে আছে ? তাদের সমালোচনা হচ্ছে না ??সাধারণ মানুষের চোখে ডাক্তাররাও সেলিব্রিটি , অথবা এর থেকে বড় কিছু ।

আর একজন সেলিব্রিটিই জানে কিভাবে তাদের ভক্তদের আর সাংবাদিক মিডিয়া থেকে নিজেকে আরালে রাখতে হয় আর কিভাবে নিজেকে প্রয়োজনে উপস্থাপন করতে হয় , কিভাবে ডাক্তার – রোগী সম্পর্ক করতে হয় , এটা ডাক্তারদের জন্য বেসিক শিক্ষা , প্রত্যেক পেশা ভিত্তিক একটা কমন শিক্ষা থাকে , এটিও তেমনি । শুধুমাত্র বাংলাদেশ নয় সব দেশেই এই পেশার আলাদা একটা সন্মান আছে ।


ডাক্তারি একটি সেবা মূলক , আত্নবিসর্জনের পেশা , তাই যদি নাই হইত তাহলে অ্যামেরিকাতে ডাক্তারের অভাব থাকতো না । কিভাবে নিজেদের মূল্যায়ন রক্ষা করা যায় , সন্মান রক্ষা করা যায় ব্যক্তি নির্বিশেষ ভাবতে হবে ।


“গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন , নাহি বিদ্যা নাহি ধন , হলে প্রয়োজন “ কিছু বিদ্যা গ্রন্থের বাহিরে , সিলেবাসের বাহির থেকে শিখতে হয় । ডাক্তাররাও মানুষ ,ডাক্তারদের চারপাশে রোগী –সাংবাদিক –রাজনীতিবিদ সবাই মানুষ ।। দিনের ভাল পারফম্যান্স করতে পারলেই সব ভাল ।

প্রতিনিয়ত ভাল পারফমান্স করে বেঁচে থাকার নামই জীবন , তুমি একজন সেলিব্রিটি এই দুনিয়াই তোমার বিগ ফান “( আমার লেখা কাউকে আঘাত করা ,অথবা সন্মানহানির উদ্দেশে নয় ) ।

_____________________________

মাহবুব এম সিনাবী

গুইলিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় -গুয়াংক্সি , চায়না

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়