Ameen Qudir

Published:
2017-02-12 14:17:36 BdST

একজন ডাক্তার হাসপাতাল পরিচালকের ব্যর্থতার স্বীকারোক্তি



ডাক্তার প্রতিদিন
___________________________


বিগ্রেডিয়ার জেনারেল ডা. এমডি এমডি নাসিরউদ্দিন আহমেদ। মংমনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালের স্বনাম ধন্য কর্মবীর পরিচালক । কাজেই তার পরিচয় পেয়েছে ময়মনসিংহবাসী।
তারপরও তার মনে অাত্মতৃপ্তি নেই। ১২/২/১৭ তারিখে তিনি মানবসেবায় কেন অারও কাজ করতে পারছেন না, তা নিয়ে লিখেছেন।তার লেখায় পরিস্কার হবে, কেন একজন ডাক্তার পরিচালক শত চেষ্টা করেও সর্বোত্তম সেবা দিতে পারেন না। কারা দায়ী। কোথায় লাল ফিতা। লেখাটি হুবহু তুলে ধরছি আমরা। ________________

****

আমার ব্যর্থতা
--------------------
১২/২/১৭
আমি ভাল নেই।মন খারাপ।প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মানুষ x-ray করতে বাইরে চলে যায়।মাএ ১ টা x ray মেশিন।সবাইকে আলট্রাসনো করাতে পারি না।মেশিনের স্বল্পতা।

২ টা চার তলা বিল্ডিং পরিত্যক্ত। রোগীদের ভাল ভাবে বেডে রাখতে পারি না।ফ্লোরে রাখতে হয়।সব চেষ্টা করেও কিছু করতে পারি নি। ক্যাথ ল্যাব নেই।ডায়ালাইসিস মেশিন নেই।১০ বছরের পুরানো সিটি স্কান,একই অবস্থা এম আর আই মেশিন।

PWD র রক্ষনাবেক্ষন ফান্ড এ অর্থ বছরে এখনও আসে নি।রোগীর চাপ বাড়ছে।গড়ে ভর্তি থাকে২৩৫০ জন।আউট ডোরে ৩০০০।

আমার এখানে পরিচালক হয়ে থেকে লাভ কি?

আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করি আমার পোস্টিং হয়ে যাক ।

*******

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়