Ameen Qudir

Published:
2017-02-12 00:36:57 BdST

একজন 'লোভী' ডাক্তার : পুলিশ কর্মকর্তার মর্মস্পর্শী লেখা


 




মোঃ আল্ - মামুনুল আনসারী
____________________________

সূর্যোদয়ের সাথে সাথে ঘুম ভাঙ্গে,
দৌড়ে ছুটি হাসপাতালে।
ওয়ার্ডে ওয়ার্ডে হুলুস্থুল কর্মযজ্ঞ, দৌড়ে দৌড়ে রাউন্ড করি।
একটানা পঞ্চাশ একশতটা রোগী দেখি।
আহার বিহারের সময় কোথায়?
এসি রুম তো সুদূরপরাহত, পাখাটাও ঠিকমতো ঘোরে না।
ছোঁয়াচে রোগী ফেলে স্বজনরা যখন পালাও,
সঙ্গী তখন আমি আর নার্স।

ফার্স্ট ইয়ার থেকে শুরু হয় পড়ার ঘানি,
কোমর মেরুদণ্ড বাঁকা হয়ে যায়,
চোখের জ্যোতি কমে আসে।
ওয়ার্ড, পিজি, লাইব্রেরি ঘুরে ঘুরে নাকাল,
আইটেম, কার্ড, সাপ্লিতে জীবন ওষ্ঠাগত।
এই বই সেই বই, নানান পড়া; প্রেমে ভাটির টান।
চোখের ঘুম হারাম, আরামের বিছানা বেসামাল;
ডিগ্রি করতে করতে জীবনের নাভিশ্বাস।

 

ডাক্তার আপা ওষুধ নাই, বাচ্চাটা মরে যাচ্ছে;
যতো টাকা লাগে ভাই, আমার বাবাকে বাঁচান!
আমার কি হইবো গো ডাক্তার আপা?
বিয়ের ষোলো বছর পরে জন্ম, আমার একমাত্র সন্তানকে বাঁচান-
যা চান তাই দিবো স্যার, আমার স্বামীকে বাঁচান;
কতো আকুলতা রোগীর স্বজনের! নিরন্তর;
কতো বিলাপ অসহায় মানুষের! পাশে থাকি তাদের।
এতো কিছুর পরেও জোটে অপবাদ, মেলে না ধন্যবাদ।


নিঃস্ব ক্যানসার রোগীর ওষুধ পথ্য যোগান দেই,
মুমূর্ষু রোগীর জন্যে দুষ্প্রাপ্য রক্তের ব্যবস্থা করি,
ঈদে যখন আনন্দে সবাই ব্যস্ত আমি তখন ওটিতে থাকি,
বাচ্চার জন্মদিন? আমি থাকি হাসপাতালে।
বিবাহ বার্ষিকী, নিজের জন্মদিন? সে তো কবেই ভুলে গেছি!

প্যাথলজি বখরা কি জানি না-
স্যাম্পল ওষুধ অসহায় রোগীদের বিলিয়ে দেই,
ক্লিনিক, কোম্পানি থেকে দূরে থাকি সযতনে।

রোগীর সুস্থতা, বাচ্চাটার আরোগ্য লাভের জন্যে লোভ সামলাতে পারি না।,
অভিভাবকহীন শিশুর তরে লোভ করি পাগলের মতো।
একমাত্র সন্তানের বাবা মা'র মুখে হাসির জন্যে বড্ড লোভ করে বসি।
বার্ন ইউনিটে পোড়া রোগীটা ছটফট করছে, লোভ সংবরণ করতে পারি না।
অটিস্টিক, থ্যালাসেমিয়া শিশুর সেবার জন্য লোভ করি।


অপারেশন সাকসেসফুল কথাটা বলার জন্য লোভ করি,
রোগীর স্বজনের মুখে হাসি ফুটানোর তরে লোভ করি-
এদেশের গরিব দুখী মানুষের চিকিৎসার নিমিত্তে লোভ করি।


ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হয়েই ডাক্তার হয়েছি,
কারো দয়া দাক্ষিণ্যে এ অর্জন আসে নি।
মেধা যোগ্যতা আর সকলের ভালবাসায় আজকের আমি।


বিনা ভিজিটে কতো রোগী দেখলাম, তার ইয়ত্তা নাই;
নিজের সুখ বিসর্জন দিয়ে বিপন্ন মানুষের পাশে দাড়াই;
এতকিছুর পরেও আজ আমি তথাকথিত কসাই ডাক্তার!
আমাকে কসাই হয়েই থাকতে হবে? তোমাদের শান্তির তরে?
তোমাদের সুখের লোভে আমার আকাঙ্ক্ষার কবর রচনা করি;
কারণ, আমি যে আজ বড্ড লোভী ডাক্তার!

দ্র:

মালি (আফ্রিকা)
ইউএন শান্তি মিশন
১১/০২/২০১৭ খ্রিঃ।লেখা এই মর্মস্পর্শী লেখা।

_____________________________

 

লেখক মোঃ আল্ - মামুনুল আনসারী
Commander (CO) at MINUSMA, UN Mission in Mali (Africa)
SP, PSC, Mirpur, Dhaka at Govt. Service, SP (20th BCS), Bangladesh Police
Worked at Bangladesh Police
Former Sr. ASP (Ciicle ASP) at Bangladesh Police

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়