Ameen Qudir

Published:
2017-02-05 14:38:29 BdST

আমার ডাক্তার বোনের ওপর বর্বর হামলার বিচার চাই মন্ত্রী




ডা. শিরিন সাবিহা তন্বী
_____________________________

আপনি বাবা?কিংবা মা?
আপনার একটি লক্ষ্মী মেয়ে আছে ত!খুব ভাল ছাত্রী!মেধাবী!কতই বা বয়স!পঁচিশ!!!
আপনার পেশা কি?
সাংবাদিক?শিক্ষক?ইঞ্জিনিয়ার?ম্যাজিষ্ট্রেট?জাজ?উকিল?ট্যাক্স অফিসার?কাষ্টমস?ব্যাংকার?কৃষিবিদ?ব্যারিষ্টার?কিংবা নায়ক নায়িক,গায়ক গায়িক?ব্যবসায়ী?শ্রমজীবী?নাকি আপনি চিকিৎসক নেতা?

 

আপনার মেয়েটি ডাক্তারী পাস করেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে।ইন্টার্ন চিকিৎসক হিসেবে শুরু করেছে কর্মজীবন।রুগী আসার পর দশ পনের জন রুগীর এটেন্ডেড কে চিকিৎসার স্বার্থে সরে যেতে বলা হয়েছে।
আরে আরে!করেছে কি?এই দেশে ডাক্তার ছাড়া আর কাউকে নড়ে বসতে বললেও তো রক্ত গরম হয়।পাপ হয়।তাদের ও হলো!

 

(৪ ফেব্রুয়ারী,২০১৭,,রাত প্রায় ১০ টা ১৫ মিনিটে)
ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. ফারহানা আফরিনকে জানালার কাচের টুকরা দিয়ে আঘাত করে আহত করল ঐ রোগীর লোকেরা!লাঞ্জিত করল আরো একজন নারী চিকিৎসক কে!

জরুরী রোগী ম্যানেজমেন্ট এর সময় উপস্থিত রোগীর লোকদের সরে যেতে বললে ঘটনার সূত্রপাত!..১০ -১৫ জন রোগীর লোক ডা. আফরিন ও ডা. শর্মিষ্ঠার উপর চড়াও হলো!
ভাঙা কাচের টুকরা দিতে ডা. আফরিন কে আঘাত করলে আত্মরক্ষার্থে সে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করল!এতে তার হাতের বিভিন্ন অংশ কেটে যায়।

আপনার মেয়ে তার হাসপাতালে কর্তব্য পালন কালে এই ধরনের সন্ত্রাসীদের বর্বর হামলার শিকার।আপনার বুকটা ভেঙ্গে যাচ্ছে না?
কান্না পাচ্ছে না??
তাহলে বিচার করুন।এই সব অসভ্য,হীনমন্য,নোংরাদের বিচার করুন।।

# আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক হত্যার বিচার হবে - আশ্বাস দিলেন।একটিবার আমাকে আশ্বাস দিন।আমার ডাঃ বোনের উপর বর্বর হামলার বিচার করবেন।।একবার আমাকে আশ্বাস দিন এস এস সির প্রশ্নকর্তা অন্যায়কারী শিক্ষকের বিচার হবে।

# দেশের সকল হাসপাতাল প্রধান কঠোর নিরাপত্তা ব্যবস্থা করুন,এক বা দুজন লোক ই রুগীর সাথে আসবে।কাজে বাঁধা দেয়ার সাথে সাথেই মামলা করবেন।

# চিকিৎসক নেতারা কথা দিন,এই ঘটনার বিচার না হলে সারা দেশের চিকিৎসা সেবা বন্ধ করে দিবেন।বিচার করেই ছাড়বেন !

_____________________________

 

ডা. শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। মহৎপ্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়