Ameen Qudir

Published:
2017-02-04 15:08:05 BdST

মর্যাদার মানববন্ধনে শাহবাগ চলো


 

ডা. সুলতানা আলগিন
_______________________

আজ সারা দেশে ডাক উঠেছে শাহবাগ চলো।
চিকিৎসক সমাজের সম্মানরক্ষায় শাহবাগ চলো।
চিকিৎসক সমাজের সম্ভ্রমরক্ষায় শাহবাগ চলো।
চিকিৎসক সমাজের আত্মমর্যাদা পূন:রুদ্ধারে শাহবাগ চলো।
চিকিৎসক সমাজের বিরুদ্ধে নোংরা , অবিশ্বাস্য , অকল্পনীয় ষড়যন্ত্রের প্রতিবাদে শাহবাগ চলো।

ডাক্তারদের তীব্র অপমানের প্রতিবাদে বিক্ষুব্ধ দেশের চিকিৎসক সমাজ। এই নগ্ন হামলা কোনভাবেই বরদাস্ত করার নয়। আজ ৪ ফেব্রুয়ারি শাহবাগে সর্বস্তরের ডাক্তারদের প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় চিকিৎসক সমাজকে হেয় করে প্রশ্নপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, মডারেটর, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর যথাযথ শাস্তির দাবিতে, সর্বস্তরের চিকিৎসক সমাজের পক্ষ থেকে
"মানব বন্ধন" ।
তারিখ: চার ফেব্রুয়ারি, শনিবার, দুপুর বারোটা
স্থান: শাহবাগ মোড়
সকল চিকিৎসক আমন্ত্রিত।

_________________________

 

লেখক ডা. সুলতানা আলগিন । সহযোগী অধ্যাপক , মনোরোগ বিদ্যা বিভাগ , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় , ঢাকা।
সম্পাদক , ডাক্তার প্রতিদিন ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়