Ameen Qudir

Published:
2017-02-03 07:04:57 BdST

আবদুল্লাহ স্যার, এম আর খান , দেবী শেঠীও তাহলে লোভী ডাক্তার !


 


 
ডা. গুলজার হোসেন উজ্জ্বল

____________________

সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে,জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। উনি লোভী কেন সেটা প্রশ্ন পড়ে বুঝা গেলনা।

আমাদের সমাজে ডাক্তারদের ভেতর লোভী বা অসৎ নেই একথা বলার কোন সুযোগ নেই। অনেকেই আছেন। কিন্তু এই প্রশ্নপত্রে যে ডাক্তার সাহেবের কথা বলা হয়েছে উনি লোভী কেন সেটা স্পষ্ট না। উনি কি কমিশন খান? ওষুধ কোম্পানির কাছ থেকে খাম নেন? অপারেশন না লাগলেও অপারেশন করেন, মরা রোগী আইসিইউতে রেখে বিল করেন? কেন লোভী?
ডাক্তারদের লোভী হবার জন্য এসব কিছুরই প্রয়োজন নেই।

 

তিনি লোভী কারণ তিনি অর্থ উপার্জন করেন। তো কিভাবে অর্থ উপার্জন করেন? চোরাকারবারি করেন? টেবিলের তল দিয়ে টাকা নেন? ফাইল আটকে? তদবির করে? ব্যাংকের টাকা মেরে দিয়ে, জমি দখল করে? শেয়ার কেলেংকারি করে? কিছুই লেখা হয়নি। অর্থাৎ একজন ডাক্তার এসব কিছু না করলেও সে লোভী। 'সে অর্থ উপার্জন করে' লোভী বলার জন্য এটাই যথেষ্ট। কি অদ্ভুত মনোজগত!


আসলে প্রশ্নকর্তা যা বুঝিয়েছেন সেটা হলো ডাক্তার প্রাইভেট প্র‍্যাক্টিস নিয়ে ব্যস্ত। তিনি সামাজিক জনকল্যানমূলক কাজ করেন না। কারণ রোগী দেখা কোন জনকল্যানমূলক কাজ না। এতে টাকা উপার্জন হয়। আবার শিল্পপতি হওয়া ভাল। যদিও শিল্পপতিরা টাকা উপার্জন করেন তবুও।

তাহলে কি দাঁড়ালো এবিএম আব্দুল্লাহ স্যার একজন লোভী ডাক্তার কারণ তিনি দিনরাত টাকা উপার্জন করেন।

মরহুম এম আর খান স্যার লোভী ডাক্তার।

ভারতের দেবি শেঠি লোভী ডাক্তার। ইউরোপ আমেরিকার সব ডাক্তার যারা প্র‍্যাক্টিস করেন সবাই লোভী। নাকি শুধু বাংলাদেশেই?

আচ্ছা একটা কাজ করেন। সবাই প্রাইভেট প্র‍্যাক্টিস বন্ধ করে দেন। সন্ধ্যায় বাসায় থাকবেন, বউকে, বাচ্চাকে সময় দেন। ইন্সটিটিউশন ছাড়া আর কোথাও রোগী দেখবেন না।

এরপরও দেখবেন তারা ঘেউ ঘেউ করছে। বলবে রোগীরা জিম্মি।

এই দেশের মানুষ স্বভাবজাতভাবেই স্ববিরোধী। ডাক্তারদের ব্যাপারে তাদের কোন লজিকই কাজ করেনা। কারণ ডাক্তাররা টাকা কামাই করে।

পুনশ্চ:
রোগী দেখা মানে যে শুধু অর্থ উপার্জনই না এই সরল সত্যটি আমি ব্যাক্তি জীবনেও দেখেছি অনেক তথাকথিত শিক্ষিত লোকও বোঝেনা। আবার আমি যে প্র‍্যাক্টিস করিনা, আমার যে নিজের ফ্ল্যাট নাই, এটা নিয়েও দুই কথা শোনাতে ছাড়েনা। বড়ই সৃজনশীল এই জাতি।
________________________________


লেখক ডা. গুলজার হোসেন উজ্জ্বল একজন সব্যসাচী প্রতিভা। সুলেখক। সুগায়ক , অাবৃত্তিকার । Resident ,BSMMU

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়