Ameen Qudir

Published:
2016-12-08 15:53:18 BdST

যদি আপনার পরিবারে ০ থেকে ৯০ বছরের নারী থাকে লেখাটা আপনার জন্য


                  

 

 

 

ডা. মোশাররাত জাহান কণা
_____________________________

 

" আপা কাগজে একটা আলতাসনো লিখ্যা দেন "
আউটডোরের খালার আবদারে বিরক্ত আমি ।
রোগী না দেখে আমি কিছু লিখবো না । আগে রোগী আনেন । শীতল গলায় জানিয়ে দিলাম ।
গুটি গুটি পায়ে অনুপ্রবেশ ঘটলো এক কিশোরীর । শ্যামলা গায়ের রং , মাথায় দুই বেনী । পরনে ঢিলা ঢালা ফ্রক ,বয়সের তুলনায় বেশ অপুষ্ট । দুচোখে গভীর অবসাদ ।
কি সমস্যা তোমার?
কিশোরী নিরব ।
আপা ওর প্যাটে বাইচ্চা । চাইর মাস । নষ্ট করতে আইসে ।
আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো !

 


হিস্ট্রি নিয়ে জানলাম . . .
She was gang raped while returning from tutor's home!
দুঃখিত আমি এই লাইন টা বাংলায় লিখতে পারলাম না !
হাতে আর জোর পাচ্ছিলাম না
কাঁপা কাঁপা হাতে লিখে দিলাম
"USG of pregnancy profile "
পরে আবার সেই কিশোরীর সাথে দেখা হয়েছিল , ফার্মেসির সামনে।
আমাকে দেখে বিব্রত ।
মাথায় হাত বুলিয়ে বলতে ইচ্ছে করেছিল : তুমি কেনো লজ্জা পাচ্ছো? লজ্জা পাবো তো আমরা । মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ।
আমি এই দেশের এই সমাজের একজন অক্ষম , নিষ্ক্রিয় সদস্য লজ্জা তো আমাদের প্রাপ্য ।

 

 


ঘটনা : ২
সেদিন ছিল মংগল বার ।
এডমিশন রুমে মধ্যবয়সী এক লোকের প্রবেশ ।
কি সমস্যা?
আপা আমার মাইয়াডা ধর্ষন হইছে । অবস্থা খুব খারাপ, আপা । মামলা করুম না । শুদু একটু চিকিতশা দ্যান ।
And it was another case of gang rape by neighbours. . . .
রোগী কে আনতে বলা হল ।

 

না ! না! সে কোনো উত্তেজক পোশাক পরা সুন্দরী নন ।
৫বছরের মেয়ে শিশু , মায়ের কোলে চড়ে এসেছে । শিশুর
দুচোখে পানি ।
আর আমার বুকের ভিতর রক্তক্ষরণ . . . . ।



পরিশিষ্ট ___________________
যদি আপনার পরিবারে " ০ "
থেকে ৯০ বছরের কোনো নারী সদস্য থেকে থাকে তবে , লেখাটি আপনার জন্য ই ।

**** আপনার কণ্যা শিশুটিকে প্রতিবেশী , গাড়ীর ড্রাইভার , বাবার বন্ধু , মায়ের কলিগ , মামার ক্লাসমেট টাইপের কারো কাছে ,
আপনার অনুপস্থিতিতে দেবেন না ।

**** আপনি যখন রাস্তায় কোনো মেয়েকে দেখে চোখের ব্যায়াম টা সেরে নিচ্ছেন , আপনার পরিবারের কোনো নারী সদস্য হয়তো তখন হয়রানির স্বীকার হয়ে বাড়ি ফিরছে । যা আপনার কান পর্যন্ত পৌছাচ্ছে না । ভেবে দেখুন এ ব্যাপারে আপনার পদক্ষেপ কি হতে পারে ।

 

**** আপনার সামাজিক অবস্থান , অর্থনৈতিক সংগতি আমার চেয়ে আপনিই ভালো জানেন ।
বাড়িতে এবং বাড়ির বাইরে ,
ছোট্ট শিশুটির খেলার জায়গায়
সদ্য তরুনীটির প্রাইভেট পড়তে যাওয়ার পথে ,
স্ত্রী কিংবা বোনের শপিংয়ে কিংবা বন্ধুর বাসায় যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার করণীয় কি হতে পারে , ভেবে দেখুন ।

****আজ থেকে নতুন করে ভাবুন ।


আপনার আশে পাশের নারীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন ? এবং নিজ পরিবারের নারী সদস্যদের প্রতি অন্য পুরুষের কেমন আচরন আপনি আশা করছেন ?
ভেবে দেখুন ।
ভাবনার দায়িত্ব আপনার উপরেই ছেড়ে দেয়া হলো ॥

____________________________

 


লেখক ডা: মোশাররাত জাহান কণা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়