Ameen Qudir

Published:
2016-12-08 02:41:44 BdST

সৌদী মিসকিন থেকে বাংলাদেশী করিম যেভাবে সেলিব্রেটি


 

 

      

 

সৌদী আরব থেকে ডা. আবু হেনা মোস্তফা কামাল
____________________________

বাংলাদেশী এক প্রবাসী আবদুল করিম। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের একজন পরিচ্ছন্নকর্মী ।

তাহার মাসিক বেতন মাত্র ৭০০ রিয়াল , বাংলা টাকায়১৫ হাজারের মত। কাজ করার ফাঁকে তিনি একটি স্বর্ণের দোকানের স্বর্নালঙ্কারের দিকে আক্ষেপভরা চোখে তাকিয়ে ছিলেন আর সেই ছবি একজন সৌদী নাগরিক ক্যামেরায় তুলে ইনস্টাগ্রামে আপলোড করে । পরিচ্ছন্নকর্মী বলে তাকে ব্যঙ্গবিদ্রুপ তাচ্ছিল্য করে স্ট্যাটাস জুড়ে দেয় , ""এই সুইপার লোকটা শুধুমাত্র ময়লা আবর্জনার দিকে তাকিয়ে থাকার যোগ্য । সোনাগয়নার দিকে কেন মিসকিনের নজর। ""


অঅপলোড করা ছবিকে ঘিরে
মিসকিন করিমকে নিয়ে অারবী ভাষায় তামাশা ঠাট্টার মজমা জমে ওঠে। হাজার হাজার উপহাস কমেন্টে ভরে ওঠে ।


কিন্তু সব মানুষ তো অমানুষ নয়। হাজারো তামাশাকারীকে পায়ে মাড়িয়ে এগিয়ে আসেন আবদুল্লাহ । তিনিও সৌদী নাগরিক। সৌদি নাগরিক । তিনি তার টুইটার একাউন্ট হতে আবদুল করিমকে সহায়তা করার আহ্বান জানান । তার টুইটও শেয়ার হয় হাজার হাজার ।

 

এখন সেই মিসকিন করীমকে নিয়ে উল্টো হাওয়া। অনেকে উপহাসের বদলে উপহার দিতে চায়।

কেউ বাংলাদেশে বেড়াতে আসার জন্য বিমান টিকেট দিতে চায় ।একজন করিমকে দিয়েছেন স্বর্ণের সেট । উপহার হিসেবে করিম আরও পেয়েছেন দুটি মোবাইল ফোন একটি আইফোন সেভেন / স্যামসাং গ্যালাক্সি ।
" মিসকিন " করিম অভিভূত এবং আবেগে আপ্লুত হয়ে যান । যারা তাকে উপহার দিয়েছেন কৃতজ্ঞতা জানান তিনি।
______________________________

 

লেখক ডা. আবু হেনা মোস্তফা কামাল সৌদী প্রবাসী ডাক্তার।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়